অনলাইন ডেস্ক
ভারত ম্যাচ সামনে রেখে ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই তালিকায় ছিলেন গোলরক্ষক সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকায় ফুটবলার সাকিবের নাম অনেক সাড়া ফেলে দিয়েছিল। তবে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্যা বাফুফে যে দল ঘোষণা করেছে, সেখান থেকে নাম কাটা গেছে সাকিবের।
৩৮ জন থেকে কমিয়ে আজ প্রাথমিক সদস্যের দল ৩০ জনে নামিয়ে আনে বাফুফে। হালনাগাদ করা প্রাথমিক সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন দুই গোলরক্ষক সাকিব আল হাসান ও আনিসুর রহমান। ৩০ জনের প্রাথমিক তালিকায় আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে আছেন কাজী তারিক রায়হান, তপু বর্মন ও সাদ উদ্দিনের মতো ফুটবলাররা।
মাঝমাঠে জামাল ভূঁইয়া, সৈয়দ কাজেম শাহ কিরমানি, পাপন সিং, হামজা চৌধুরীদের সঙ্গে থাকছেন দুই সোহেল রানা। আছেন শেখ মোরসালিনও। যার বিরুদ্ধে হয়েছে যৌতুকের অভিযোগে মামলা। আক্রমণভাগে রাকিব হোসেন, পিয়াস আহমেদ নোভাদের সঙ্গে থাকছেন শাহরিয়ার ইমন, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিমরা।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। এ বছরের শুরুতে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। তবে শেফিল্ডের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি হামজা। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।
৩০ জনের প্রাথমিক দল
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।
ভারত ম্যাচ সামনে রেখে ৯ ফেব্রুয়ারি ৩৮ সদস্যের প্রাথমিক দল প্রকাশ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই তালিকায় ছিলেন গোলরক্ষক সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে নামের মিল থাকায় ফুটবলার সাকিবের নাম অনেক সাড়া ফেলে দিয়েছিল। তবে আজ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের জন্যা বাফুফে যে দল ঘোষণা করেছে, সেখান থেকে নাম কাটা গেছে সাকিবের।
৩৮ জন থেকে কমিয়ে আজ প্রাথমিক সদস্যের দল ৩০ জনে নামিয়ে আনে বাফুফে। হালনাগাদ করা প্রাথমিক সদস্যের তালিকা থেকে বাদ পড়েছেন দুই গোলরক্ষক সাকিব আল হাসান ও আনিসুর রহমান। ৩০ জনের প্রাথমিক তালিকায় আছেন তিন গোলরক্ষক মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণভাগে আছেন কাজী তারিক রায়হান, তপু বর্মন ও সাদ উদ্দিনের মতো ফুটবলাররা।
মাঝমাঠে জামাল ভূঁইয়া, সৈয়দ কাজেম শাহ কিরমানি, পাপন সিং, হামজা চৌধুরীদের সঙ্গে থাকছেন দুই সোহেল রানা। আছেন শেখ মোরসালিনও। যার বিরুদ্ধে হয়েছে যৌতুকের অভিযোগে মামলা। আক্রমণভাগে রাকিব হোসেন, পিয়াস আহমেদ নোভাদের সঙ্গে থাকছেন শাহরিয়ার ইমন, ফাহামেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিমরা।
চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। এ বছরের শুরুতে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা। তবে শেফিল্ডের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি হামজা। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।
৩০ জনের প্রাথমিক দল
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরী, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা, ফাহামেদুল ইসলাম।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে