Ajker Patrika

মেসির সঙ্গে জুটি বাঁধতে ফিরলেন দিবালা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২১ মে ২০২২, ১৪: ৪৯
Thumbnail image

জুভেন্টাসকে চোখের পানিতে বিদায় জানিয়ে আপাতত দলছুট ফুটবলার পাওলো দিবালা। প্রিয় ক্লাবকে বিদায় জানিয়ে জাতীয় দল আর্জেন্টিনার চূড়ান্ত দলে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড।

দিবালাকে দলে রেখে ইতালির বিপক্ষে ‘ফিনালিসিমা’র চূড়ান্ত দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। দলে আছেন প্রত্যাশিত সবাই। শুধু চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পিএসজি মিডফিল্ডার লিয়ান্দ্রো পারাদেস।

৩৫ সদস্যের প্রাথমিক দল থেকে ৬ ফুটবলারকে ছেঁটে ফেলেছেন স্কালোনি। পারাদেসের সঙ্গে বাদ পড়েছেন ফরোয়ার্ড লুকাস ওকাম্পোস, এমিলিয়ানো বুয়েন্দিয়া, লুকাস আলারিও, নিকোলাস ডমিংগুয়েজ ও লুকাস মার্তিনেজ কুয়ার্তা।

ইতালির বিপক্ষে অভিষেক হয়ে যেতে পারে ডিফেন্ডার মার্কোস সেনেসির। ফেয়নুর্দের ২৫ বছর বয়সী ডিফেন্ডারকে প্রাথমিক দলে ডেকেছিলেন ইতালি কোচ রবের্তো মানচিনি। শেষ পর্যন্ত মাতৃভূমির ডাকে সাড়া দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা সেনেসি ঠাই পেয়েছেন চূড়ান্ত দলেও।

১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। পরে ইসরায়েলের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা থাকলেও সেই প্রস্তাব থেকে সরে এসেছে আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার চূড়ান্ত দল 
গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান মুসো, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আর্মানি 

রক্ষণ
গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, ক্রিস্টিয়ান রোমেরো, হারমান পেজ্জেয়া, মার্কোস সেনেসি, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্তিনেজ, নেহুয়েন পেরেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনিয়া 

মিডফিল্ডার
গুইদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এজিকুয়েল প্যালাসিওস, জিওভান্নি লো সেলসো, আনহেল কোরেয়া

ফরোয়ার্ড
লিওনেল মেসি, আলেহান্দ্রো পাপু গোমেজ, নিকোলাস গঞ্জালেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া, পাউলো দিবালা, হোয়াকিন কোরেয়া, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত