জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো শুরু করতে পারেনি আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচ ড্র করায় গানার্সদের রক্ষণভাগকে দুষছেন মিকেল আর্তেতা।
হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি ও আর্সেনাল। ২২ মিনিটে উইলিয়াম সালিবার গোলে প্রথমে আর্সেনাল এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ৩৪ ও ৫৫ মিনিটে গনসালো ইনাসিও ও পাউলিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিপি। এই ম্যাচে স্বাগতিকেরা বলের দখল রেখেছিল ৩২ শতাংশ। গানার্সদের লক্ষ্য বরাবর পর্তুগিজ ক্লাবটি শট নিয়েছিল ৬ টি। আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নিয়ে আর্সেনাল কাজে লাগাতে পেরেছে ১ টি। গানার্সরা বাকি গোল পেয়েছে হিদেমাসা মোরিতার আত্মঘাতী গোলে।
রক্ষণভাগের দোষে আর্সেনাল ম্যাচ ড্র করেছে বলে মনে করছেন আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা অনেক সাধারণ গোল হজম করেছি। স্পোর্টিংয়ের বিপক্ষে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো খেলতে হবে। আমরা সম্প্রতি অনেক পরিবর্তন এনেছি দলে। এতে বোঝা যাচ্ছে দল গঠন করতে একটু সময় লাগবে।’
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৩ ম্যাচে গানার্সরা জিতেছে ৭ ম্যাচ। ৩টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১২ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে খেলবে গানার্সরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল।
জয় দিয়ে ইউরোপা লিগের শেষ ষোলো শুরু করতে পারেনি আর্সেনাল। স্পোর্টিং সিপির বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ম্যাচ ড্র করায় গানার্সদের রক্ষণভাগকে দুষছেন মিকেল আর্তেতা।
হোসে আলভালাদ স্টেডিয়ামে গতকাল শেষ ষোলোর প্রথম লেগে মুখোমুখি হয়েছিল স্পোর্টিং সিপি ও আর্সেনাল। ২২ মিনিটে উইলিয়াম সালিবার গোলে প্রথমে আর্সেনাল এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে ৩৪ ও ৫৫ মিনিটে গনসালো ইনাসিও ও পাউলিনহোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিপি। এই ম্যাচে স্বাগতিকেরা বলের দখল রেখেছিল ৩২ শতাংশ। গানার্সদের লক্ষ্য বরাবর পর্তুগিজ ক্লাবটি শট নিয়েছিল ৬ টি। আর প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৭টি শট নিয়ে আর্সেনাল কাজে লাগাতে পেরেছে ১ টি। গানার্সরা বাকি গোল পেয়েছে হিদেমাসা মোরিতার আত্মঘাতী গোলে।
রক্ষণভাগের দোষে আর্সেনাল ম্যাচ ড্র করেছে বলে মনে করছেন আর্তেতা। ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেন, ‘আমরা অনেক সাধারণ গোল হজম করেছি। স্পোর্টিংয়ের বিপক্ষে আমাদের রক্ষণভাগ ভালো খেলেনি। প্রতিপক্ষের বিপক্ষে আরও ভালো খেলতে হবে। আমরা সম্প্রতি অনেক পরিবর্তন এনেছি দলে। এতে বোঝা যাচ্ছে দল গঠন করতে একটু সময় লাগবে।’
চলতি বছরে সব প্রতিযোগিতা মিলে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছে আর্সেনাল। ১৩ ম্যাচে গানার্সরা জিতেছে ৭ ম্যাচ। ৩টি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ১২ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ক্র্যাভেন কটেজ স্টেডিয়ামে ফুলহামের বিপক্ষে খেলবে গানার্সরা। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্টে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আছে আর্সেনাল।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২২ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২৬ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৫ ঘণ্টা আগে