লিগ ওয়ানে গত রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ লরেন্তের মাঠ থেকে হারতে হারতে ১-১ ড্র নিয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।
এদিন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। বলতে গেলে সেটারই খেসারত দিতে হয়েছে তাদের। বছরের শেষ ম্যাচে তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমার-মেসিদের।
বল দখলে লরেন্ত থেকে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল করতে বেগ পেতে হয়েছে পিএসজিকে। তবে প্রথমার্ধে এগিয়ে যেতে পারত তারা। ২৬ মিনিটের সময় মেসির শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় পিএসজি সমর্থকদের।
পিএসজি না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধেই গোলের দেখা পায় লরেন্ত। ম্যাচের ৪০ মিনিটের সময় সতীর্থের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার থমাস মনকনদুইত। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহুতাশ করতে হয় পিএসজিকে।
উল্টো ৮১ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। পিএসজির হয়ে নিজের মাত্র তৃতীয় ম্যাচেই লাল কার্ড দেখতে হলো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে। ১০ জনের পিএসজি কিছুটা ব্যাকফুটে চলেও গেলেও ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে ম্যাচে ফেরান মাওরো ইকার্দি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইকার্দি। আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ড্রয়ের পর ১৯ ম্যাচ শেষে ১৪ জয় আর ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪৬। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে লরেন্ত। দুইয়ে থাকা নিসের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।
লিগ ওয়ানে গত রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ লরেন্তের মাঠ থেকে হারতে হারতে ১-১ ড্র নিয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।
এদিন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। বলতে গেলে সেটারই খেসারত দিতে হয়েছে তাদের। বছরের শেষ ম্যাচে তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমার-মেসিদের।
বল দখলে লরেন্ত থেকে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল করতে বেগ পেতে হয়েছে পিএসজিকে। তবে প্রথমার্ধে এগিয়ে যেতে পারত তারা। ২৬ মিনিটের সময় মেসির শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় পিএসজি সমর্থকদের।
পিএসজি না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধেই গোলের দেখা পায় লরেন্ত। ম্যাচের ৪০ মিনিটের সময় সতীর্থের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার থমাস মনকনদুইত। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহুতাশ করতে হয় পিএসজিকে।
উল্টো ৮১ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। পিএসজির হয়ে নিজের মাত্র তৃতীয় ম্যাচেই লাল কার্ড দেখতে হলো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে। ১০ জনের পিএসজি কিছুটা ব্যাকফুটে চলেও গেলেও ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে ম্যাচে ফেরান মাওরো ইকার্দি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইকার্দি। আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ড্রয়ের পর ১৯ ম্যাচ শেষে ১৪ জয় আর ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪৬। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে লরেন্ত। দুইয়ে থাকা নিসের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।
টেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২২ মিনিট আগেম্যাচের শেষ বাঁশি না বাজা পর্যন্ত রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে বলার উপায় নেই। ম্যাচের ফল যখন অনেকেই ধারণা করে ফেলেন, সেই মুহূর্তে চমক দেখায় মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে কার্লো আনচেলত্তির দল পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়।
১ ঘণ্টা আগেসিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগেদ্বিতীয় মেয়াদে ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধান কোচ হয়ে এসেছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। তবে দুই বছরের চুক্তিতে এলেও সেটা পূর্ণ হওয়ার আগেই তাঁকে চাকরিচ্যুত করা হয়। ছয় মাস আগের সেই ঘটনা নিয়ে হাথুরু এবার যা বললেন, তা পিলে চমকে দেওয়ার মতো।
২ ঘণ্টা আগে