ক্রীড়া ডেস্ক
লিগ ওয়ানে গত রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ লরেন্তের মাঠ থেকে হারতে হারতে ১-১ ড্র নিয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।
এদিন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। বলতে গেলে সেটারই খেসারত দিতে হয়েছে তাদের। বছরের শেষ ম্যাচে তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমার-মেসিদের।
বল দখলে লরেন্ত থেকে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল করতে বেগ পেতে হয়েছে পিএসজিকে। তবে প্রথমার্ধে এগিয়ে যেতে পারত তারা। ২৬ মিনিটের সময় মেসির শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় পিএসজি সমর্থকদের।
পিএসজি না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধেই গোলের দেখা পায় লরেন্ত। ম্যাচের ৪০ মিনিটের সময় সতীর্থের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার থমাস মনকনদুইত। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহুতাশ করতে হয় পিএসজিকে।
উল্টো ৮১ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। পিএসজির হয়ে নিজের মাত্র তৃতীয় ম্যাচেই লাল কার্ড দেখতে হলো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে। ১০ জনের পিএসজি কিছুটা ব্যাকফুটে চলেও গেলেও ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে ম্যাচে ফেরান মাওরো ইকার্দি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইকার্দি। আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ড্রয়ের পর ১৯ ম্যাচ শেষে ১৪ জয় আর ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪৬। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে লরেন্ত। দুইয়ে থাকা নিসের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।
লিগ ওয়ানে গত রাতে হোঁচট খেয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। প্রতিপক্ষ লরেন্তের মাঠ থেকে হারতে হারতে ১-১ ড্র নিয়ে ফিরেছে মরিসিও পচেত্তিনোর দল।
এদিন দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পেকে ছাড়া মাঠে নেমেছিল পিএসজি। বলতে গেলে সেটারই খেসারত দিতে হয়েছে তাদের। বছরের শেষ ম্যাচে তাই ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে নেইমার-মেসিদের।
বল দখলে লরেন্ত থেকে এগিয়ে থেকেও কাঙ্ক্ষিত গোল করতে বেগ পেতে হয়েছে পিএসজিকে। তবে প্রথমার্ধে এগিয়ে যেতে পারত তারা। ২৬ মিনিটের সময় মেসির শট পোস্টে লেগে ফিরে এলে হতাশ হতে হয় পিএসজি সমর্থকদের।
পিএসজি না পারলেও ঘরের মাঠে প্রথমার্ধেই গোলের দেখা পায় লরেন্ত। ম্যাচের ৪০ মিনিটের সময় সতীর্থের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার থমাস মনকনদুইত। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য হাহুতাশ করতে হয় পিএসজিকে।
উল্টো ৮১ মিনিটের সময় ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্জিও রামোসকে। পিএসজির হয়ে নিজের মাত্র তৃতীয় ম্যাচেই লাল কার্ড দেখতে হলো সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকাকে। ১০ জনের পিএসজি কিছুটা ব্যাকফুটে চলেও গেলেও ম্যাচের অন্তিম মুহূর্তে দলকে ম্যাচে ফেরান মাওরো ইকার্দি।
যোগ করা সময়ের প্রথম মিনিটে দলকে এক পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ইকার্দি। আশরাফ হাকিমির ক্রস থেকে হেডে গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। এই ড্রয়ের পর ১৯ ম্যাচ শেষে ১৪ জয় আর ৪ ড্রয়ে পিএসজির পয়েন্ট দাঁড়াল ৪৬। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রয়েছে লরেন্ত। দুইয়ে থাকা নিসের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
১ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে