গত মৌসুমেই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। জিততে তো তারা পারেইনি, একই সঙ্গে কোচ জাভি হার্নান্দেজকেও দেখতে হয়েছে লাল কার্ড।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গতকাল লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। পুরো ম্যাচে রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। খেলা শুরুর ১৫ মিনিটে হেতাফের স্তেফান মিত্রোভিচকে দিয়ে ম্যাচে হলুদ কার্ড দেখানো শুরু হয়। এরপর ৩৮ মিনিটে হলুদ কার্ড দেখানো হয় হেইম মাতাকে। হেতাফের দুজনের পর হলুদ কার্ড দেখেছেন বার্সেলোনার রাফিনহা। ৩৮ মিনিটে হেতাফের মিডফিল্ডার কার্লোস অ্যালেনার থেকে বল নিতে গিয়ে পড়ে যান রাফিনহা। এই ঘটনায় রাফিনহা, অ্যালেনা-দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়েছে। কিছুক্ষণ পরে বার্সা ১০ জনের দল হয়ে যায়। হেতাফের গাস্তন আলভারেজকে ৪২ মিনিটে কনুই মেরে লাল কার্ড দেখেন রাফিনহা। প্রথমার্ধ শেষ গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধে হেতাফেও ১০ জনের দলে পরিণত হয়। ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হেইম মাতা। এরপর ৭০ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার কোচ জাভিকে। পেনাল্টি এরিয়াতে বার্সার আবদেসসামাদ এজাজৌলিকে ফাউল করা হলে রেফারির সঙ্গে তর্কে জড়ান জাভি। বার্সা কোচকে লাল কার্ড দেখান রেফারি। জাভি লাল কার্ড দেখার পর হলুদ কার্ড দেখানো হয় পাঁচটি। যার চারটি হেতাফেকে ও একটি দেখানো হয় বার্সাকে। কার্ড বন্যার এই ম্যাচে শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে হেতাফে-বার্সেলোনা ম্যাচ।
গত মৌসুমেই লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নতুন মৌসুমের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। জিততে তো তারা পারেইনি, একই সঙ্গে কোচ জাভি হার্নান্দেজকেও দেখতে হয়েছে লাল কার্ড।
কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গতকাল লা লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল হেতাফে। পুরো ম্যাচে রেফারিকে বারবার কার্ড বের করতে হয়েছে। খেলা শুরুর ১৫ মিনিটে হেতাফের স্তেফান মিত্রোভিচকে দিয়ে ম্যাচে হলুদ কার্ড দেখানো শুরু হয়। এরপর ৩৮ মিনিটে হলুদ কার্ড দেখানো হয় হেইম মাতাকে। হেতাফের দুজনের পর হলুদ কার্ড দেখেছেন বার্সেলোনার রাফিনহা। ৩৮ মিনিটে হেতাফের মিডফিল্ডার কার্লোস অ্যালেনার থেকে বল নিতে গিয়ে পড়ে যান রাফিনহা। এই ঘটনায় রাফিনহা, অ্যালেনা-দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়েছে। কিছুক্ষণ পরে বার্সা ১০ জনের দল হয়ে যায়। হেতাফের গাস্তন আলভারেজকে ৪২ মিনিটে কনুই মেরে লাল কার্ড দেখেন রাফিনহা। প্রথমার্ধ শেষ গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধে হেতাফেও ১০ জনের দলে পরিণত হয়। ৫৭ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হেইম মাতা। এরপর ৭০ মিনিটে মাঠ ছাড়তে হয়েছে বার্সেলোনার কোচ জাভিকে। পেনাল্টি এরিয়াতে বার্সার আবদেসসামাদ এজাজৌলিকে ফাউল করা হলে রেফারির সঙ্গে তর্কে জড়ান জাভি। বার্সা কোচকে লাল কার্ড দেখান রেফারি। জাভি লাল কার্ড দেখার পর হলুদ কার্ড দেখানো হয় পাঁচটি। যার চারটি হেতাফেকে ও একটি দেখানো হয় বার্সাকে। কার্ড বন্যার এই ম্যাচে শেষ পর্যন্ত কেউই জিততে পারেনি। গোলশূন্য ড্র হয়েছে হেতাফে-বার্সেলোনা ম্যাচ।
রানে ছিলেন না। শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজে রানে ফিরেছেন লিটন দাস। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছেন বাংলাদেশকে, হয়েছেন সিরিজের সেরা খেলোয়াড়। এখন অধিনায়কের উচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চোখ রেখে দল গড়া। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিরিজকে ঘিরে তেমন কিছু ভাবছেন..
২৪ মিনিট আগেজাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককে শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন খন্দকার আবদুস সোয়াদ। এনিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশ আনসারের এই শাটলার। নারী এককে দেখা মিলেছে নতুন রানির। ঊর্মি আক্তারকে হারিয়ে প্রথমবার মুকুট পেয়েছেন নাছিমা খাতুন।
২৮ মিনিট আগেবাংলাদেশ-পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজে মিরপুরের উইকেট কেমন হবে, এ নিয়ে ধোঁয়াশা। তবে এই মাঠের উইকেট কখনো বোলারদের ঠকায় না, এটাই তো চেনা-জানা পরিচয়। আজ তো সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কিছুটা রসিকতার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বলেই ফেলেছেন, বোলার হিসেবে মিরপুরে খেললে তাঁর ক্যারিয়ার বড় হতো।
১ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল।
৫ ঘণ্টা আগে