Ajker Patrika

বিদায়ের বার্তা দিলেন মার্তা

বিদায়ের বার্তা দিলেন মার্তা

সবশেষ বিশ্বকাপে চোখের জলে বিদায় নিয়েছেন মার্তা। একটা বিশ্বকাপ জয়ের শেষ সুযোগ ছিল যে তাঁর। কিন্তু সেটা ভেস্তে যায় অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে। সেই আক্ষেপ নিয়েই এবার ফুটবলকে বিদায় জানিয়েছেন ব্রাজিল নারী ফুটবল দলের কিংবদন্তি।

দীর্ঘ ২২ বছর পথচলা অবশ্য এখনই থামছে না মার্তার। এ বছরের শেষেই বিদায় নেবেন বলে সিএনএনকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ৩৮ বছর বয়সী নারী স্ট্রাইকার। আগামী জুনে শুরু হতে যাওয়া প্যারিসে অলিম্পিকে সুযোগ পেলে টুর্নামেন্টটি তাঁর ক্যারিয়ারের ষষ্ঠ আসর হবে। ক্যারিয়ারের গোধূলি লগ্নে এমন একটা মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াটা নিশ্চয়ই তাঁর জন্য দুর্দান্ত হবে। 

তবে অলিম্পিকে খেলার সুযোগ হোক আর না হোক সে নিয়ে ভাবছেন না মার্তা। বছর শেষে বুটজোড়া তুলে রাখার বিষয়টি নিশ্চিত করে ১১৬ গোলে ব্রাজিলের নারী-পুরুষ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা মার্তা বলেছেন, ‘যদি অলিম্পিকে সুযোগ পাই তাহলে প্রতিটি মুহূর্ত উপভোগ করব। আর যদি সুযোগ না মেলেও জাতীয় দলের হয়ে এটাই আমার শেষ বছর। ২০২৫ সালে জাতীয় দলের হয়ে মার্তা আর খেলোয়াড় হিসেবে থাকবে না।’ 

অলিম্পিকে কখনো স্বর্ণ পদক জেতা হয়নি মার্তার। ২০০৪ ও ২০০৮ অলিম্পিকে রৌপ্য পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। অলিম্পিকের মতো কখনো বিশ্বকাপও জেতা হয়নি তাঁর। ছয় বার বিশ্বকাপে খেলে মাত্র একবার ফাইনালে উঠতে পেরেছিলেন তিনি। কিন্তু ২০০৭ বিশ্বকাপে জার্মানির কাছে হেরে স্বপ্নের ট্রফিতে চুমু এঁকে দেওয়ার সুযোগ পাননি। 

বিশ্বকাপ না জেতার আক্ষেপ থাকলেও টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মার্তাই। নারী-পুরুষ উভয় মিলিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ব্রাজিল কিংবদন্তির দখলে। ২৩ ম্যাচে ১৭ গোল করেছেন মার্তা। আর ব্রাজিলের হয়ে ২০০২ সালে ক্যারিয়ার শুরু করা মার্তা ১৭৫ ম্যাচে করেছেন ১১৬ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত