নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৫ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৮ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৯ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১০ ঘণ্টা আগে