নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।
খেলাটা ড্র হলেই নতুন করে আবারও ম্যাচ খেলতে হতো বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবকে। খেলাটা যখন প্লে-অফের দিকে গড়াচ্ছে, তখনই বসুন্ধরা কিংসের জাদু। শেষ সময়ে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল লিগের হ্যাটট্রিক শিরোপা সাবিনা খাতুনদের।
কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ এসসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরার মেয়েরা। ১১ ম্যাচে ৩৩ পয়েন্টে লিগের অপরাজিত চ্যাম্পিয়ন বসুন্ধরা। শুধু এই লিগেই নয়, তিন লিগ মিলিয়ে ৩৭ ম্যাচ অপরাজিত দলটি।
বসুন্ধরার জয়ে টানা দ্বিতীয়বারের মতো কপাল পুড়ল আতাউর রহমান কলেজ সিএসসির। আজকের ম্যাচের আগে টানা ১০ ম্যাচ জিতেছিল সোহাগী কিসকুর দল। বসুন্ধরার কাছে এক ম্যাচ হেরেই ৩০ পয়েন্টে টানা দ্বিতীয়বারের মতো রানার্সআপ এআরবি সিএসসি।
অবশ্য ম্যাচটা জিততে বেশ কষ্টই হয়েছে বসুন্ধরার। আগের ১০ ম্যাচে যেভাবে মুড়ি-মুড়কির মতো গোল করেছেন সাবিনারা, আজ শেষ ম্যাচে হলো তার ঠিক উল্টো। দুই দলের ফুটবলাররা জাতীয় দলের ক্যাম্পে থাকায় একে অপরের শক্তিমত্তা সম্পর্কে ভালোই ধারণা রাখতেন। আর তাই গোল পেতে বসুন্ধরাকে অপেক্ষা করতে হয়েছে ৮২ মিনিট পর্যন্ত।
৮২ মিনিটে কিংস শিবিরে স্বস্তি ফেরান শিউলি আজিম। মণিকা চাকমার ছোট করে নেওয়া কর্নার থেকে বল পান সাবিনা। তার মাপা ক্রস গিয়ে পড়ে এআরসিবির বক্সে, জটলার মধ্যে পা লাগিয়ে বল জালে পাঠান শিউলি। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে জয়ের ব্যবধান বড় করেন শামসুন্নাহার সিনিয়র।
২৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এআরবি সিএসসির আকলিমা খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন একই দলের শাহেদা আক্তার রিপা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
১ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে