অনলাইন ডেস্ক
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫। তার আগে আজ বিকেলে বিসিবি একাডেমি ভবনের সামনে উন্মোচন করা হলো ট্রফি। এই ট্রফি উন্মোচনে অংশ নেন ৯ দলের অধিনায়কেরা।
লিগে ১০ দল থাকার কথা থাকলেও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দল অংশ না নেওয়ায় দলসংখ্যা কমে গেছে, যা নারী ক্রিকেটারদের জন্য সুযোগ কিছুটা সীমিত করে দিয়েছে। এ নিয়েই খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি এবার লিগের নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক।
ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে, তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের মঞ্চ। লিগে অংশগ্রহণ না থাকলে বা ম্যাচ সংখ্যা কমলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশাজনক। এবার হয়তো দল কমেছে, তবে প্রতিযোগিতার মান উন্নত হবে। আমি মনে করি, অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ হবে।’
জাতীয় দলে জায়গা কারও জন্য নিশ্চিত নয় বলেই মনে করেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘অনেকে ব্যক্তিগতভাবে প্রচুর অনুশীলন করে, নিজেদের খরচে একাডেমিতে প্রস্তুতি নেয়। তাই এই লিগ তাদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের। আমরা চাই, লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।’
আগামীকাল প্রথম দিনেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে, ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুই ম্যাচে—আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমির বিপক্ষে, আর খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হবে গুলশান ইয়ুথ ক্লাবের।
আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫। তার আগে আজ বিকেলে বিসিবি একাডেমি ভবনের সামনে উন্মোচন করা হলো ট্রফি। এই ট্রফি উন্মোচনে অংশ নেন ৯ দলের অধিনায়কেরা।
লিগে ১০ দল থাকার কথা থাকলেও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দল অংশ না নেওয়ায় দলসংখ্যা কমে গেছে, যা নারী ক্রিকেটারদের জন্য সুযোগ কিছুটা সীমিত করে দিয়েছে। এ নিয়েই খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি এবার লিগের নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক।
ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে, তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের মঞ্চ। লিগে অংশগ্রহণ না থাকলে বা ম্যাচ সংখ্যা কমলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশাজনক। এবার হয়তো দল কমেছে, তবে প্রতিযোগিতার মান উন্নত হবে। আমি মনে করি, অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ হবে।’
জাতীয় দলে জায়গা কারও জন্য নিশ্চিত নয় বলেই মনে করেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘অনেকে ব্যক্তিগতভাবে প্রচুর অনুশীলন করে, নিজেদের খরচে একাডেমিতে প্রস্তুতি নেয়। তাই এই লিগ তাদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের। আমরা চাই, লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।’
আগামীকাল প্রথম দিনেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে, ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুই ম্যাচে—আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমির বিপক্ষে, আর খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হবে গুলশান ইয়ুথ ক্লাবের।
ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এজিএমেই ঠিক হয়েছিল সেপ্টেম্বরে আরব আমিরাতে হবে ২০২৫ এশিয়া কাপ। আজ আনুষ্ঠানিকভাবেও এসিসি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ, প্রকাশ করেছে সূচিও। ৯ সেপ্টেম্বর শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর শেষ হবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট প্রতিযোগিতা।
১১ ঘণ্টা আগেকয়েক দিন আগে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভা (এজিএম) শেষে সভাপতি মহসিন নাকভি জানিয়েছিলেন, দ্রুতই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে। আজই এল সে ঘোষণা। ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
১৩ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। হারারেতে আজ দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে ১ উইকেটে হারিয়েছে তারা। অলরাউন্ড নৈপুণ্যে জয়ের নায়ক সামিউন বশির। বল হাতে ২ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে হার না মানা ৪৫ রানের ইনিংস খেলেন তিনি।
১৪ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বল হাতে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে সুবাস ছড়িয়েছেন বেন স্টোকস। নাম লেখালেন বিরল এক ক্লাবেও। স্যার গ্যারি সোবার্স ও জ্যাক ক্যালিসের পর টেস্টে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার তিনি। স্টোকস সেই ক্লাবে নাম লিখিয়েছেন সেঞ্চুরি করেই।
১৪ ঘণ্টা আগে