Ajker Patrika

‘নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়’

অনলাইন ডেস্ক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা। ছবি:বিসিবি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণকারী দলের অধিনায়কেরা। ছবি:বিসিবি

আগামীকাল থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগ ২০২৫। তার আগে আজ বিকেলে বিসিবি একাডেমি ভবনের সামনে উন্মোচন করা হলো ট্রফি। এই ট্রফি উন্মোচনে অংশ নেন ৯ দলের অধিনায়কেরা।

লিগে ১০ দল থাকার কথা থাকলেও রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ নারী দল অংশ না নেওয়ায় দলসংখ্যা কমে গেছে, যা নারী ক্রিকেটারদের জন্য সুযোগ কিছুটা সীমিত করে দিয়েছে। এ নিয়েই খানিকটা অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, যিনি এবার লিগের নতুন দল শেলটেক ক্রিকেট একাডেমির অধিনায়ক।

ট্রফি উন্মোচনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্যোতি বলেন, ‘অনেক সময় নারী ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়। যারা জাতীয় দলের বাইরে, তাদের জন্য ঘরোয়া লিগই নিজেকে প্রমাণের মঞ্চ। লিগে অংশগ্রহণ না থাকলে বা ম্যাচ সংখ্যা কমলে সেটা ক্রিকেটারদের জন্য হতাশাজনক। এবার হয়তো দল কমেছে, তবে প্রতিযোগিতার মান উন্নত হবে। আমি মনে করি, অন্তত চার-পাঁচটি দল বেশ শক্তিশালী। তাই প্রতিটি ম্যাচই ক্রিকেটারদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় সুযোগ হবে।’

জাতীয় দলে জায়গা কারও জন্য নিশ্চিত নয় বলেই মনে করেন জ্যোতি। তিনি আরও বলেন, ‘অনেকে ব্যক্তিগতভাবে প্রচুর অনুশীলন করে, নিজেদের খরচে একাডেমিতে প্রস্তুতি নেয়। তাই এই লিগ তাদের জন্য বড় সুযোগ নিজেদের প্রমাণের। আমরা চাই, লিগের মূল লক্ষ্য যেন বাস্তবে প্রতিফলিত হয়।’

আগামীকাল প্রথম দিনেই তিনটি ম্যাচ মাঠে গড়াবে। শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রথম ম্যাচে মুখোমুখি হবে শেলটেক ক্রিকেট একাডেমির বিপক্ষে, ম্যাচটি হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। অন্য দুই ম্যাচে—আবাহনী লিমিটেড লড়বে বাংলাদেশ পুলিশ ক্রিকেট একাডেমির বিপক্ষে, আর খেলাঘর সমাজ কল্যাণ সংঘ মুখোমুখি হবে গুলশান ইয়ুথ ক্লাবের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত