Ajker Patrika

আল-নাসরের দলীয় পারফরম্যান্সে মুগ্ধ রোনালদো

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০: ৫০
আল-নাসরের দলীয় পারফরম্যান্সে মুগ্ধ রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো ফর্মে ফেরার পর থেকেই দারুণ ছন্দে আছে আল-নাসর। আল-তায়ুনকে ২-১ গোলে হারিয়ে সৌদি প্রো লিগে টানা দ্বিতীয় জয় পেল আল-নাসর। আল-নাসরের দলীয় পারফরম্যান্সের প্রশংসা করেছেন রোনালদো।

গতকাল কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল-নাসরের ২টি গোলেই অবদান রেখেছেন রোনালদো। ম্যাচের ১৭ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে গোল করেন আল-নাসরের ফরোয়ার্ড আব্দুর রহমান ঘারিব। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল-নাসর। এরপর ৪৭ মিনিটে মিডফিল্ডার আলভারো মেদরানের গোলে সমতায় ফেরে আল-তায়ুন। আর ৭৮ মিনিটে রোনালদোর অ্যাসিস্টে আল-নাসরের দ্বিতীয় গোল করেন আব্দুল্লাহ মাদু। রোনালদোর জোড়া অ্যাসিস্টে ২-১ গোলের জয় নিয়ে সৌদি প্রো লিগের শীর্ষে এখন আল-নাসর। ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে রোনালদো লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে। দলীয় পারফরম্যান্স ভালো ছিল।’

আল-নাসর, আল-ইত্তিহাদ, আল-শাবাব-এই তিন দলেরই সৌদি প্রো লিগে ৪০ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে আল-নাসর।

আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলেছেন রোনালদো। পাঁচ ম্যাচে ৫ গোলের সঙ্গে ২ অ্যাসিস্ট করেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত