Ajker Patrika

খেতে ও ঘুমাতে কষ্ট হচ্ছে পেলের

খেতে ও ঘুমাতে কষ্ট হচ্ছে পেলের

নিজ বাড়ি এখন পেলের জন্য হয়ে উঠেছে অস্থায়ী ঠিকানা। অনেক দিন হলো যে হাসপাতালের আসা-যাওয়ার মধ্যেই আছেন ব্রাজিলিয়ান ফুটবল নক্ষত্র!

৮১ বছর বয়সী পেলে এখন মূত্রনালির সংক্রমণে ভুগছেন। ১৩ ফেব্রুয়ারি থেকে হাসপাতালেই আছেন। পাশাপাশি অন্ত্রে ও যকৃতে টিউমার ধরা পড়ায় কেমোথেরাপি নিতে হচ্ছে তাঁকে। 

সর্বকালের অন্যতম সেরা তারকা পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও খেতে ও ঘুমাতে কষ্ট হচ্ছে বলে জানা গেছে। 

মেডিকেল রিপোর্টের বরাত দিয়ে প্রকাশিত এক খবরে ইএসপিএন জানিয়েছেন, পেলে ১৩ ফেব্রুয়ারি থেকে কোলন টিউমারের কারণে আলবার্ট আইনস্টাইন ইসরাএলিটা হাসপাতালে ভর্তি আছেন। ২০২১ সালের সেপ্টেম্বরে এটি শনাক্ত করা হয়েছিল। হাসপাতালে থাকার সময় পরীক্ষা নিরীক্ষায় তাঁর মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়ে। যে কারণে তাঁকে আরও বেশি সময় হাসপাতালে থাকতে হচ্ছে।

পেলের অবস্থা স্থিতিশীল আছে জানিয়ে খবরে আরও বলা হয়েছে, কয়েক দিনের মধ্যে হাসপাতাল ছেড়ে যেতে পারবেন তিনি। তবে নির্দিষ্ট জানানো হয়নি। 

গত বছর কোলন টিউমার অপসারণ করা হয় পেলের।  এরপর থেকে কেমোথেরাপি নিয়ে আসছিলেন তিনি। 

ফুটবলের ‘রাজা’ খ্যাত পেলে ১৯৫৮ থেকে ১৯৭০ এর মধ্যে ৩ বার বিশ্বকাপ জেতেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন পেলে, যে রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত