Ajker Patrika

৩৯ লাখ টাকায় বিক্রি হবে পেলের জার্সি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২০: ৩৯
Thumbnail image

উচ্চ দামে বিক্রি হবে পেলের ৫০ বছরের পুরোনো এক জার্সি। ধারণা করা হচ্ছে, নিলামে এর দাম হতে পারে ৩০ হাজার পাউন্ড (৩৯ লাখ ৩৭ হাজার ৬২২ টাকা)। হ্যানসনস অকশনিয়ার্স নামের এক নিলামকারী প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। 

১৯৭১ সালে পেলের শেষ আন্তর্জাতিক ম্যাচ সামনে রেখে এই জার্সি বানানো হয়েছিল। পেলে সেই জার্সি না পরে এক সংবাহককে দিয়েছিলেন। শ্রপশায়ারের এক রেস্তোরাঁর ম্যানেজার পরে সেই জার্সি কিনেছিলেন। ৩৩ বছর বয়সী নাম প্রকাশে অনিচ্ছুক এক বিক্রেতা জানিয়েছেন, তিনি এটা ২০২০ সালে এক প্রাইভেট কালেক্টরের কাছ থেকে কিনেছিলেন। এ রকম স্মরণীয় জিনিস রাখতে পেরে খুব খুশি এমন ফুটবল স্মারক নিজের কাছে রাখতে পেরে খুব খুশি তিনি। 

গত বছরের ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। তার আগে ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন ৯২ ম্যাচ। ৭৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছিলেন ৩২ গোলে। বিশ্বকাপে ১৪ ম্যাচে করেছিলেন ১২ গোল এবং ৮ গোলে অ্যাসিস্ট করেছিলেন। ব্রাজিলের ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপজয়ী ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। প্রথম ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জিতেছিলেন পেলে। ২০০০ সালে ফিফার শতাব্দীসেরা খেলোয়াড় হয়েছিলেন পেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত