Ajker Patrika

দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে ডাবের পানিতে মজেছেন রোনালদো

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১০: ৪৪
দুবাইয়ে ছুটি কাটাতে গিয়ে ডাবের পানিতে মজেছেন রোনালদো

ক্লাব ফুটবলে এখন দুই সপ্তাহের বিরতি। খেলোয়াড়দের কেউ কেউ ব্যস্ত হয়ে পড়েছেন জাতীয় দলের সঙ্গে। কারও হাতে আবার অখণ্ড অবসর। সেই অবসর বিভিন্ন উপায়ে উপভোগ করছেন তাঁরা। ইতিমধ্যে সামনে এসেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছুটি কাটানোর একাধিক ছবিও। যেখানে তাঁকে ম্যাসেজ নিতে, ডাবের পানি পান করতে এবং চার সন্তানের সঙ্গে সময় কাটাতে দেখা গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানে প্রকাশিত এক খবরে বো হয়েছে, ছুটি পেয়ে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা অজানা কোনো জায়গায় উড়াল দিয়েছেন। পরে অবশ্য জানা গেছে, ম্যানইউ সতীর্থদের সঙ্গে দুবাইয়ে ঘুরতে গেছেন সিআর সেভেন। সেখানে তাঁকে রোদ উপভোগ করতে, ম্যাসাজ নিতে ও ডাবের পানি খেতে দেখা গেছে। পরে চার সন্তানের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশন দেন, ‘গর্বিত বাবা’। অন্য একটি ছবিতে ব্যক্তিগত ফিজিও হাভিয়ের সান্তা মারিয়াকে দেখা গেছে রোনালদোকে ম্যাসাজ দিতে। 

ব্যক্তিগত ফিজিওর কাছ থেকে ম্যাসাজ নিচ্ছেন রোনালদোরিয়াল মাদ্রিদে থাকার সময় থেকেই রোনালদোর সঙ্গে আছেন সান্তামারিয়া। মাঝে মৌসুমের ছুটি উপভোগের পাশাপাশি নিজের স্বাস্থ্যসচেতনতার দিকটি উপেক্ষা না করতেই হয়তো তাঁকে সঙ্গে নিয়ে গেছেন ম্যানইউ তারকা।

বাচ্চাদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন রোনালদোছুটি শেষে রোনালদোর সামনে অবশ্য বেশ কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ৪ ফেব্রুয়ারি মিডলসবার্গের বিপক্ষে এফএ কাপের ম্যাচ দিয়ে ফের খেলায় ফিরবেন রোনালদো। পাশাপাশি গুঞ্জন আছে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারলে রোনালদো আগামী মৌসুমে ম্যানইউ ছাড়তে পারেন। এ পরিস্থিতিতে ম্যানইউর চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে সবচেয়ে বড় অবদানটাও তাঁকেই রাখতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত