জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।
গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি।
রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।
জুভেন্টাসের সঙ্গে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে সদ্য রোমাতে যোগ দিয়েছেন পাওলো দিবালা। রোমান গ্লাডিয়েটরদের হয়ে এখনো অভিষেক হয়নি আর্জেন্টাইন ফরোয়ার্ডের। তার আগেই নতুন এক রেকর্ড গড়লেন তিনি।
রোমার সঙ্গে চুক্তির পরের দিনই ইতালিতে জার্সি বিক্রির রেকর্ড গড়েছেন দিবালা। ভেঙে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। ইতালিয়ান আউটলেট দেল্লো স্পোর্টের বরাতে বিজ্ঞপ্তিতে এমনটায় জানায় রোমা প্রেস।
গত বছর জুভেন্টাস ছাড়েন রোনালদো। এক বছর পর আক্রমণভাগের আরেক হাই-প্রোফাইল তারকাকে হারাল তুরিনের বুড়ি। তুরিন ছেড়ে রোমায় ফ্রি-এজেন্ট হিসেবে তিন বছরের চুক্তিতে হোসে মরিনহোর শিষ্যত্ব গ্রহণ করেছেন দিবালা। সাম্প্রতিক সময়ে ক্লাবটির সবচেয়ে বড় চুক্তি এটি। ২৮ বছর বয়সী তারকাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রোমার সমর্থকেরা। হু-হু করে বাড়ছে দিবালার জার্সি বিক্রিও।
২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন রোনালদো। সে সময় পর্তুগিজ উইঙ্গারের জার্সি বিক্রি করে বড় অঙ্কের অর্থ লাভ করেছিল ইতালিয়ান জায়ান্টরা। অবশ্য এবার কী পরিমাণ দিবালার জার্সি বিক্রি হয়েছে তা প্রকাশ করেনি রোমা। ভবিষ্যতেও এমন জার্সি বিক্রি অব্যাহত থাকবে মনে করছে ক্লাবটি।
রোনালদো-দিবালা দারুণ সময় কাটিয়েছেন জুভেন্টাসে। ২০১৮-২১ সাল পর্যন্ত দুজনে ছিলেন ক্লাবটির আক্রমণভাগের অন্যতম অস্ত্র। এই তিন বছরে দুটি সিরি’আ, একটি ইতালিয়ান কাপ ও দুটি ইতালিয়ান সুপার কাপ জিতেছেন তারা।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৬ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
৩ ঘণ্টা আগে