Ajker Patrika

শেখ জামালের নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ জামালের নতুন কোচ জুলফিকার মাহমুদ মিন্টু

পারিবারিক কারণ দেখিয়ে দেশে ফিরে গিয়েছিলেন। কিন্তু আর ফিরে আসেননি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেসিডোনিয়ান কোচ মারজার সেকুলোভস্কি। ক্লাবে আর ফেরা হবে না জেনে কোচ পদ থেকে নিজেকে সরিয়েও নিয়েছিলেন। তাঁর জায়গায় আজ নতুন কোচ হিসেবে শেখ জামাল নিয়োগ দিয়েছে জুলফিকার মাহমুদ মিন্টুকে।

ক্লাবের ফেসবুকে পেজে আজ দুপুর ২টার দিকে নতুন কোচ হিসেবে জুলফিকার মাহমুদের নিয়োগের কথা জানানো হয়েছে। তারও আগে বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে আরেক পোস্টে জানানো হয়, বড় পারিবারিক জটিলতার কারণে ক্লাবের প্রধান কোচ পদে ইস্তফা দিয়েছেন মারজান সেকুলোভস্কি। 

দেশে ফিরে যাওয়ায় বেশ কয়েক ম্যাচেই শেখ জামালের ডাগআউটে ছিলেন না সেকুলোভস্কি। তাঁর অনুপস্থিতিতে আপদকালীন দায়িত্ব পালন করেন তাঁরই সহকারী সাইফুর রহমান মনি।

mintu2১০ দলের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো অবস্থানে নেই শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম অবস্থানে তারা। লিগে দলটির পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচে শেখ জামালের ডাগআউটে দেখা যাবে জুলফিকার মাহমুদকে। এএফসি প্রো লাইসেন্সধারী জুলফিকার মাহমুদ মিন্টু গত মৌসুমে কোচ ছিলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত