Ajker Patrika

ফুলহামেই থাকছেন উইলিয়ান

ফুলহামেই থাকছেন উইলিয়ান

ফুলহামের সঙ্গে এই মৌসুমেই চুক্তির মেয়াদ শেষ হয়েছিল উইলিয়ানের। সময় শেষ হওয়ায় নতুন কোনো ক্লাবে যোগ দিতে চেয়েছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। প্রিমিয়ার লিগেরই আরেক দল নটিংহাম ফরেস্টের সঙ্গে প্রায় কথাবার্তাও পাকাপাকি হয়েছিল তাঁর। 

তবে শেষ মুহূর্তে সিদ্ধান্তে বদল আনেন উইলিয়ান। ফুলহামের সঙ্গেই আরেক মৌসুম ঘর বাধার সিদ্ধান্ত নেন ৩৪ বছর বয়সী তারকা। নতুন করে এক বছরের চুক্তি করেছেন কটেজারদের সঙ্গে। দুই পক্ষের চুক্তির শর্ত অনুযায়ী চাইলে আরেক বছরও খেলতে পারবেন সাবেক চেলসি–আর্সেনালের মাঝমাঠের ফুটবলার। 

ফুলহামের সঙ্গে নতুন চুক্তি করে বেশ খুশি হয়েছেন উইলিয়ান। তিনি বলেছেন, ‘অত্যন্ত খুশি হয়েছি, সর্বশেষ প্রিমিয়ার লিগে দশে থেকে শেষ করেছিল ফুলহাম। সর্বশেষ মৌসুমে সতীর্থ এবং ক্লাবের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি। আশা করি, সামনের মৌসুমে আমরা আরও ভালো কিছু করব। তাই আমি খুশি যে, চমৎকার যাত্রাটা আরও দীর্ঘ হচ্ছে।’ 
 
ব্রাজিলের করিন্থিয়ানসের হয়ে ২০০৬ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করা উইলিয়ান সর্বশেষ মৌসুমে ফুলহামের হয়ে ২৭ ম্যাচে ৫ গোল করেছিলেন। সঙ্গে সতীর্থদের দিয়ে ৬ গোল করিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত