Ajker Patrika

সর্বোচ্চ গোলদাতার লড়াই তাঁদের

ক্রীড়া ডেস্ক    
সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তাঁরা।
সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তাঁরা।

শেষের পথে আরও একটি ইউরোপীয় ফুটবলের মৌসুম। যদিও লিগ ওয়ানে পিএসজি বাদে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আর কেউই এখনো শিরোপা নিশ্চিত করতে পারেনি। দলীয় লড়াইয়ের পাশাপাশি চোখ আছে সর্বোচ্চ গোলদাতার লড়াইয়েও। প্রিমিয়ার লিগ তো বটেই, ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন মোহামেদ সালাহ। তাঁর পেছনে ছুটছেন রবার্ট লেভানডভস্কি, হ্যারি কেইন, কিলিয়ান এমবাপ্পেও। সর্বোচ্চ গোলদাতার লড়াইয়ে পাঁচ লিগের কী হালচাল, সেটাই দেখে নেওয়া যাক—

গোল্ডেন বুট কার

চলতি মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন মোহামেদ সালাহ, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে আরও দুই বছরের জন্য ‘অল রেড’দের সঙ্গে চুক্তি করেছেন তিনি। দারুণ ছন্দে থাকা এই ফরোয়ার্ডের কাঁধে চড়েই প্রিমিয়ার লিগ জেতার স্বপ্ন দেখছে লিভারপুল। ৩২ ম্যাচে এখন পর্যন্ত ২৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন সালাহ। ২১ গোল নিয়ে তাঁর ঠিক পরেই ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। সেরা পাঁচে নাম রয়েছে নিউক্যাসলের আলেক্সান্দার আইসাক (২০), নটিংহ্যাম ফরেস্টের ক্রিস উড (১৮) ও ব্রেন্টফোর্ডের ব্রায়ন এমবুমো (১৬)।

পিচিচি ট্রফি উঠবে কার হাতে

রবার্ট লেভানডভস্কি ও কিলিয়ান এমবাপ্পের দ্বৈরথ এখন চরমে। পিচিচি ট্রফির (সর্বোচ্চ গোলদাতা) জন্য তাঁদের মধ্যে চলছে ইঁদুর-বিড়ালদৌড়। যদিও ৩০ ম্যাচে ২৫ গোল নিয়ে বর্তমানে শীর্ষে রয়েছেন বার্সেলোনার লেভানডভস্কি। গতকাল রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার আগে এমবাপ্পের ছিল ২২ গোল। ১৫ গোল নিয়ে তিনে ওসাসুনার আন্তে বুদিমির। চারে বার্সার রাফিনিয়া (১৩) ও পাঁচে আতলেতিকো বিলবাওয়ের ওইহান সানচেত (১৩)। ব্যবধান দেখে বোঝাই যাচ্ছে, লেভানডভস্কি কিংবা এমবাপ্পের হাতেই উঠবে পিচিচি ট্রফি।

হেড গানার জিতবেন কে

সিরি আ জেতার দৌড়ে থাকলেও শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গে আতালান্তার ব্যবধানটা ১০ পয়েন্টের। তবে ক্লাবটির হয়ে দুর্দান্ত ছন্দে আছেন মাতেও রেতেগি। ৩০ ম্যাচে ২৩ গোল নিয়ে কাপোকান্নোনিয়ের পুরস্কারের দৌড়ে সবার ওপরে রয়েছেন তিনি। দুইয়ে থাকা ময়েস কিন তাঁর ধারেকাছেও নেই। ফিওরেন্তিনার এই ফুটবলার ২৮ ম্যাচে করেছেন ১৭ গোল। ১৫ গোল নিয়ে তিনে ইন্টার মিলানের মার্কাস থুরাম। চারে আতালান্তার আরেক ফুটবলার আদেমোলা লুকমান (১৩) ও পাঁচে ইন্টার মিলান অধিনায়ক লাওতারো মার্তিনেজ (১২)।

কিকার গোল হান্টার তুলবেন কে

গতবারের মতো সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। ট্রফি না জেতার দুঃখ হয়তো এবার কাটতে যাচ্ছে তাঁর। ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে বুন্দেসলিগার শীর্ষে আছে বায়ার্ন। এর মধ্যে দুটি ম্যাচ অবশ্য খেলেননি কেইন। তবু ২৩ গোল নিয়ে শীর্ষে আছেন তিনি। ১৭ গোল নিয়ে দুইয়ে বায়ার লেভারকুসেনের প্যাত্রিক শিক। ১৫ গোল নিয়ে একই অবস্থানে আছেন টিম ক্লেইনডিস্ট, সেরহু গিরাসি ও জোনাথন বুরকাদত।

ফরাসি গোল্ডেন বুট কার

৬ ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। বাকি ম্যাচগুলো তাদের কাছে নিয়মরক্ষার। কিন্তু ওসমান দেম্বেলের জন্য নয়। তাঁর লড়াইটি যে এখনো শেষ হয়ে যায়নি। গোল্ডেন বুটের তালিকায় ২৬ ম্যাচে ২১ গোল নিয়ে শীর্ষে আছেন তিনি। দুইয়ে ১৬ গোল করা মার্শেইয়ের ম্যাসন গ্রিনউড। ১৪ গোল করেছেন লিলের জোনাথন ডেভিড। এ ছাড়া ১৩ গোল করে চারে আছেন আর্নাউদ কালিমুয়েন্দো, ব্রাডলি বারকোলা ও এমানুয়েল এমেগা। দেম্বেলে যেমন ছন্দে আছেন, তাতে গোল্ডেন বুট পাওয়াটা তাঁর জন্য এখন সময়ের ব্যাপার!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈশাখী মেলার নাগরদোলায় চড়িয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা

জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

এশিয়ার সেরা সুপ্ত সম্ভাবনা বাংলাদেশের স্বাস্থ্য খাত, বিপুল বিনিয়োগের সুযোগ

ডিবিপ্রধানকে সরানোর সঙ্গে মডেল মেঘনার ঘটনার সম্পর্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকায় এসে ২০ জুলাইযোদ্ধার দৃষ্টিশক্তি ফেরালেন ব্রিটিশ চিকিৎসকেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত