ক্রীড়া ডেস্ক
বয়সকে তুড়ি দিয়ে মাঠ নামলেই গোল স্কোরশিটে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল সৌদি প্রো লিগেও এর ব্যতিক্রম হয়নি। আল খুলুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ উইঙ্গার।
চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর। সব মিলিয়ে পেশাদার ফুটবলে ৯২৮ নম্বর গোল করেছেন তিনি। ২৬ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তাঁর কাছ থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।
৪১ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। বিরতির পর ৫৬ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাসরে ডিফেন্ডার নাওয়াফ বউশাল। ৬০ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ব্যাপক আক্রমণ চালাতে থাকে খুলুদ। বল দখলের সময় ও আক্রমণে এগিয়ে ছিল তারাই।
৭২ মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খুলুদ। সেটিও নাসরের ডিফেন্ডার আলী লাজামির শরীর ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’
বয়সকে তুড়ি দিয়ে মাঠ নামলেই গোল স্কোরশিটে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গতকাল সৌদি প্রো লিগেও এর ব্যতিক্রম হয়নি। আল খুলুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ম্যাচের চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল জালে পাঠান পর্তুগিজ উইঙ্গার।
চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর। সব মিলিয়ে পেশাদার ফুটবলে ৯২৮ নম্বর গোল করেছেন তিনি। ২৬ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তাঁর কাছ থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে।
৪১ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। বিরতির পর ৫৬ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাসরে ডিফেন্ডার নাওয়াফ বউশাল। ৬০ মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ব্যাপক আক্রমণ চালাতে থাকে খুলুদ। বল দখলের সময় ও আক্রমণে এগিয়ে ছিল তারাই।
৭২ মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খুলুদ। সেটিও নাসরের ডিফেন্ডার আলী লাজামির শরীর ছুঁয়ে যায়। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। ম্যাচ শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১০ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১২ ঘণ্টা আগে