Ajker Patrika

ব্রাজিলিয়ান রেফারিকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন মেসি

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলিয়ান রেফারিকে নিয়ে ক্ষোভ ঝাড়লেন মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুর বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ে কাতার বিশ্বকাপের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসিরা। যদিও ম্যাচটা সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। পেরুর রক্ষণ দুর্গ বেঁধ করতে ভালোই পরীক্ষা দিতে হয়েছে মেসি-লাওতারো মার্টিনেজদের। 

এ নিয়ে টানা ২৫ ম্যাচ হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। তবে পেরুর বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান রেফারির কিছু সিদ্ধান্তে হতাশা ঝরেছে মেসির কণ্ঠে। আর্জেন্টিনার সঙ্গেই বারবার তিনি এমনটা করেন বলেও অভিযোগ করেছেন ছয় বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। 

সেখানে মেসি লিখেছেন, ‘এই রেফারি যখনই আমাদের ম্যাচ পরিচালনা করেন, মনে হয় তিনি কোনো উদ্দেশ্যে বাস্তবায়নে এটা করছেন। তবে দিন শেষে আমরা গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছি। যেটা আমাদের লক্ষ্যের দিকে আরেক ধাপ এগিয়ে দিয়েছে।’ 

ম্যাচে মোট ৩২ বার ফাউলের বাঁশি বাজিয়েছেন রেফারি। দুইটি হলুদ কার্ডই অবশ্য পেরুর খেলোয়াড়রাই পেয়েছেন। তবে দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটের সময় পেরুর পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় তারা। 

সব মিলিয়ে ম্যাচটা যে সহজ ছিল না সেটাও জানিয়েছেন মেসি। লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ এই গোলদাতা লিখেছেন, ‘কঠিন ম্যাচ। খেলাটা খুবই কষ্টসাধ্য ছিল। প্রচুর বাতাস, এসবই খেলাটা কঠিন করে তুলেছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

চলন্ত বাসে ‘অজ্ঞান’ ঢাবি মেডিকেল সেন্টারের চিকিৎসক, সিসিইউতে ভর্তি

৩য় শ্রেণির কর্মচারীর অঢেল সম্পদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত