নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেশি পরীক্ষা-নিরীক্ষাই কি বিপদ ডেকে আনল? সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জয় গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিক ভুটানের বিপক্ষে পেরে ওঠেননি অর্পিতা-প্রীতি। এগিয়ে গিয়েও মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়ে।
এমন হোঁচট বিপাকেই ফেলে দিয়েছে বাংলাদেশকে। ভারতের জন্য অবশ্য সমীকরণ আরও সহজ হয়ে গেল। আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে নেপালকে হারালেই চ্যাম্পিয়ন হবে তারা। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে তাই তাকিয়ে থাকতে হবে নেপালের জয় কিংবা ড্রয়ের দিকে। এর আগে নিজেদের পারফরম্যান্স নিয়ে কতটা সন্তুষ্ট থাকবে মাহবুবুর রহমান লিটুর দল, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পূর্ণিমা মারমার গোলে। ভুটান গোলরক্ষকের ভুল পাসের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান পূর্ণিমা।
১২ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক কেলজাং ওয়াংমো। ১৬ মিনিটে আবারও সুযোগ আসে প্রীতির সামনে। কিন্তু এবার তাঁর শট ফিরে আসে ক্রসবারে লেগে।
প্রথমার্ধের বাকিটা সময়ে ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ভুটানও মরিয়া হয়ে ওঠে সমতা ফেরাতে। সফলও হয় তারা। ধারার বিপরীতে গিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান ১-১ করেন চোরতেন জাংমো।
বিরতির পর ৫০ মিনিটে মামোনি চাকমার শট গোলকিপারের বাধা পেরোতে পারেনি। ৬৭ মিনিটে দূর থেকে গোলের চেষ্টা করেন মামোনি। কিন্তু তাঁর শট ফিরে আসে ক্রসবারে লেগে। সময় যত গড়িয়েছে ততই যেন ভুটানের রক্ষণ প্রাচীরে পরিণত হয়েছে বাংলাদেশের ফরোয়ার্ডদের জন্য। বদলি হিসেবে নেমে আলপি আক্তার, ফাতেমা আক্তার এনে দিতে পারেননি গোল।
প্রথম দেখায় ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজকের ড্রয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছেন অর্পিতা-প্রীতিরা। নেপাল ম্যাচ খেলার আগে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে উঠবে চ্যাম্পিয়নের মুকুট। বাংলাদেশ শেষ ম্যাচে পরশু মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচ শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে যদি আজ ভারত জিতে যায়।
বেশি পরীক্ষা-নিরীক্ষাই কি বিপদ ডেকে আনল? সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার আশা বাঁচিয়ে রাখতে জয় গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের। কিন্তু স্বাগতিক ভুটানের বিপক্ষে পেরে ওঠেননি অর্পিতা-প্রীতি। এগিয়ে গিয়েও মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের ড্রয়ের হতাশা নিয়ে।
এমন হোঁচট বিপাকেই ফেলে দিয়েছে বাংলাদেশকে। ভারতের জন্য অবশ্য সমীকরণ আরও সহজ হয়ে গেল। আজ সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে নেপালকে হারালেই চ্যাম্পিয়ন হবে তারা। শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে তাই তাকিয়ে থাকতে হবে নেপালের জয় কিংবা ড্রয়ের দিকে। এর আগে নিজেদের পারফরম্যান্স নিয়ে কতটা সন্তুষ্ট থাকবে মাহবুবুর রহমান লিটুর দল, তা নিয়ে প্রশ্ন থাকছেই।
ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় পূর্ণিমা মারমার গোলে। ভুটান গোলরক্ষকের ভুল পাসের সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান পূর্ণিমা।
১২ মিনিটে সুরভী আকন্দ প্রীতির শট ঠেকিয়ে দেন ভুটান গোলরক্ষক কেলজাং ওয়াংমো। ১৬ মিনিটে আবারও সুযোগ আসে প্রীতির সামনে। কিন্তু এবার তাঁর শট ফিরে আসে ক্রসবারে লেগে।
প্রথমার্ধের বাকিটা সময়ে ব্যবধান বাড়ানোর আরও সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ভুটানও মরিয়া হয়ে ওঠে সমতা ফেরাতে। সফলও হয় তারা। ধারার বিপরীতে গিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান ১-১ করেন চোরতেন জাংমো।
বিরতির পর ৫০ মিনিটে মামোনি চাকমার শট গোলকিপারের বাধা পেরোতে পারেনি। ৬৭ মিনিটে দূর থেকে গোলের চেষ্টা করেন মামোনি। কিন্তু তাঁর শট ফিরে আসে ক্রসবারে লেগে। সময় যত গড়িয়েছে ততই যেন ভুটানের রক্ষণ প্রাচীরে পরিণত হয়েছে বাংলাদেশের ফরোয়ার্ডদের জন্য। বদলি হিসেবে নেমে আলপি আক্তার, ফাতেমা আক্তার এনে দিতে পারেননি গোল।
প্রথম দেখায় ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। আজকের ড্রয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছেন অর্পিতা-প্রীতিরা। নেপাল ম্যাচ খেলার আগে ৪ ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ পয়েন্টধারী দলের হাতে উঠবে চ্যাম্পিয়নের মুকুট। বাংলাদেশ শেষ ম্যাচে পরশু মুখোমুখি হবে ভারতের। সেই ম্যাচ শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে যদি আজ ভারত জিতে যায়।
সংযুক্ত আরব আমিরাতে গত রাতে শুরু হয়েছে ১৭তম এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট খেলতে বাংলাদেশসহ ৮ দল এখন মরুর দেশে। সে সময় বিশ্বের আরেক শহর জোহানেসবার্গ থেকে সুখবর দিলেন তাইজুল ইসলাম। প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার লিগে দল পেলেন তিনি।
১৯ মিনিট আগেভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচের পর লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছিল। আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ তাই খেলতে হয়েছে মেসিকে ছাড়াই। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডকে ছাড়া ম্যাচটি তাদের জন্য হয়েছে ভুলে যাওয়ার মতোই।
৪২ মিনিট আগেবড় বড় দলের বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে এখন হরহামেশা জেতে আফগানিস্তান। এই তো কদিন আগে আরব আমিরাতে শেষ হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকেও হারিয়েছেন রশিদ-নবিরা। সে হিসেবে হংকং তাঁদের কাছে ছোট এক প্রতিপক্ষই। ‘ছোট’ এই প্রতিপক্ষকে এশিয়া কাপের প্রথম ম্যাচে ৯৪ রানে...
১০ ঘণ্টা আগেগণবিক্ষোভে নেপাল এখন উত্তাল। টানা দুই দিনের দুর্নীতিবিরোধী সহিংস প্রাণঘাতী বিক্ষোভের পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। নির্ধারিত সূচি অনুযায়ী, নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলে বাংলাদেশ ফুটবল দলের ঢাকায় ফেরার কথা ছিল কাল। প্রথম ম্যাচ খেললেও রাজনৈতিক অস্থিরতায় বাতিল করতে হয় দ্বিতীয়
১২ ঘণ্টা আগে