ক্রীড়া ডেস্ক
হট ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা। ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা গতকাল সৌদি আরবের বিপক্ষে লিড নিয়ে সেই সামর্থ্যের প্রমাণও দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গটা আপাতত দূরেই সরিয়ে রাখতে হচ্ছে।
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনা। কিন্তু পথটা অনেক কঠিন এখন। গতকাল পোল্যান্ড-মেক্সিকোর ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় চাপ আরও বেড়েছে আর্জেন্টিরা। এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে পোলান্ড, সমান ১ পয়েন্ট নিয়ে মেক্সিকো তিনে। আর সবার তলানিতে আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই হবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মেক্সিকো-পোল্যান্ডের। শক্তিমত্তা ও অতীত রেকর্ডে চোখ রাখলে, মেসিদের সামনে সৌদি আরবের চেয়েও কঠিন প্রতিপক্ষ হবে পোল্যান্ড ও মেক্সিকো। এই গ্রুপে আর কোনো ম্যাচে ড্র হলেই চাপ দ্বিগুণ হবে মেসিদের, তখন তাঁদের তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকে। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাকি তিন দলের সুযোগ হয়েছে ড্র করেও এগিয়ে যাওয়ার।
বোঝাই যাচ্ছে, মেসিদের সামনে হিসাব কতটা জটিল। পোল্যান্ড-মেক্সিকো দুই দলই চাইবে আর্জেন্টিনার বিপক্ষে কোনোভাবে হার এড়াতে। আর তারা চাইবে সৌদি আরবের সঙ্গে ম্যাচ জিততে। অবশ্য এখন সৌদিরও দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে এই ঘোর দুঃসময়ে আর্জেন্টিনা সমর্থকেরা অনুপ্রাণিত হতে পারেন ইতিহাস থেকে। ১৯৯০ সালেও একই পরিস্থিতিতে পড়েছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বাদ পড়ার শঙ্কায় ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে সেবার ফাইনালে খেলেছিল আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে ছিল ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন মেসি-দি মারিয়ারা। ইতিহাস অনুপ্রাণিত করলেও এবারের গ্রুপের হিসাবটা মোটেও সহজ নয় আর্জেন্টিনার। মেসির শেষ সুযোগ রাঙানোর তাড়নাও চাপ বাড়িয়ে দিচ্ছে আকাশি নীলদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
হট ফেবারিট হিসেবেই এবারের বিশ্বকাপ খেলতে এসেছে আর্জেন্টিনা। ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা গতকাল সৌদি আরবের বিপক্ষে লিড নিয়ে সেই সামর্থ্যের প্রমাণও দিচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে এখন আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে যাওয়া নিয়েই তৈরি হয়েছে সংশয়। এই প্রেক্ষাপটে চ্যাম্পিয়ন হওয়ার প্রসঙ্গটা আপাতত দূরেই সরিয়ে রাখতে হচ্ছে।
দ্বিতীয় রাউন্ডে যেতে হলে পরের দুই ম্যাচেই জিততে হবে আর্জেন্টিনা। কিন্তু পথটা অনেক কঠিন এখন। গতকাল পোল্যান্ড-মেক্সিকোর ম্যাচটা গোলশূন্য ড্র হওয়ায় চাপ আরও বেড়েছে আর্জেন্টিরা। এই মুহূর্তে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে ৩ পয়েন্ট নিয়ে সৌদি আরব। ১ পয়েন্ট নিয়ে পোলান্ড, সমান ১ পয়েন্ট নিয়ে মেক্সিকো তিনে। আর সবার তলানিতে আর্জেন্টিনা। বাকি দুই ম্যাচের একটিতে জিতলেই হবে পরের পর্বে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মেক্সিকো-পোল্যান্ডের। শক্তিমত্তা ও অতীত রেকর্ডে চোখ রাখলে, মেসিদের সামনে সৌদি আরবের চেয়েও কঠিন প্রতিপক্ষ হবে পোল্যান্ড ও মেক্সিকো। এই গ্রুপে আর কোনো ম্যাচে ড্র হলেই চাপ দ্বিগুণ হবে মেসিদের, তখন তাঁদের তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের দিকে। আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাকি তিন দলের সুযোগ হয়েছে ড্র করেও এগিয়ে যাওয়ার।
বোঝাই যাচ্ছে, মেসিদের সামনে হিসাব কতটা জটিল। পোল্যান্ড-মেক্সিকো দুই দলই চাইবে আর্জেন্টিনার বিপক্ষে কোনোভাবে হার এড়াতে। আর তারা চাইবে সৌদি আরবের সঙ্গে ম্যাচ জিততে। অবশ্য এখন সৌদিরও দারুণ সম্ভাবনা তৈরি হয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। তবে এই ঘোর দুঃসময়ে আর্জেন্টিনা সমর্থকেরা অনুপ্রাণিত হতে পারেন ইতিহাস থেকে। ১৯৯০ সালেও একই পরিস্থিতিতে পড়েছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে বাদ পড়ার শঙ্কায় ছিল। তবে সব শঙ্কা উড়িয়ে সেবার ফাইনালে খেলেছিল আলবিসেলেস্তারা।
আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার শঙ্কা জেগেছিল আর্জেন্টিনার। প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দ্বিতীয় ম্যাচে ৩-০ গোলে হেরে ছিল ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ২-১ গোলে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন মেসি-দি মারিয়ারা। ইতিহাস অনুপ্রাণিত করলেও এবারের গ্রুপের হিসাবটা মোটেও সহজ নয় আর্জেন্টিনার। মেসির শেষ সুযোগ রাঙানোর তাড়নাও চাপ বাড়িয়ে দিচ্ছে আকাশি নীলদের।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
১০ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
১৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
১৬ ঘণ্টা আগে