ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পার হয়েছে। তাঁকে নিয়ে তবু ভক্তদের কৌতূহলে যেন এতটুকু ছেদ পড়েনি। এই কদিন আগে ভারতের আসাম রাজ্য থেকে ম্যারাডোনার ঘড়ি চোর গ্রেফতার হওয়া নিয়েও কত আলোচনা। এবার আলোচনায় এসেছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি নিলামে ওঠার ঘটনা।
আজ থেকে অনলাইনের মাধ্যমেই হবে এই নিলাম। নিলামের নাম রাখা হয়েছে 'টেন অকশন'। নিজের মা-বাবাকে যে বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়ি নিলামে উঠতে চলেছে। বুয়েনস আইরসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার। শুধু বাড়িই নয়, নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার গাড়িও। কিংবদন্তির ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গেছে। এর মধ্যে আছে বিএমডব্লু ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার।
বাড়ি-গাড়ির পাশাপাশি ম্যারাডোনার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। তাঁর জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগার—সব মিলিয়ে ৮৭টি জিনিস থাকবে নিলামে। ম্যারাডোনার পাঁচ বৈধ সন্তান এই নিলামে সম্মত হয়েছেন। তবে এই নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না উদ্যোক্তারা। সারা বিশ্বে ম্যারাডোনার ভক্ত ছড়িয়ে আছে। উদ্যোক্তাদের আশা, প্রিয় তারকার স্মৃতিবিজড়িত জিনিস কেনার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়বে তাঁর ভক্তরা।
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পার হয়েছে। তাঁকে নিয়ে তবু ভক্তদের কৌতূহলে যেন এতটুকু ছেদ পড়েনি। এই কদিন আগে ভারতের আসাম রাজ্য থেকে ম্যারাডোনার ঘড়ি চোর গ্রেফতার হওয়া নিয়েও কত আলোচনা। এবার আলোচনায় এসেছে ম্যারাডোনার বাড়ি-গাড়ি নিলামে ওঠার ঘটনা।
আজ থেকে অনলাইনের মাধ্যমেই হবে এই নিলাম। নিলামের নাম রাখা হয়েছে 'টেন অকশন'। নিজের মা-বাবাকে যে বাড়ি উপহার দিয়েছিলেন ম্যারাডোনা, সেই বাড়ি নিলামে উঠতে চলেছে। বুয়েনস আইরসের ভিলা ডেভোতোর প্রাথমিক দর রাখা হয়েছে ৯ লাখ ডলার। শুধু বাড়িই নয়, নিলামে উঠতে চলেছে ম্যারাডোনার গাড়িও। কিংবদন্তির ব্যবহৃত বেশ কয়েকটি গাড়ি নিলামে তোলা হবে বলে জানা গেছে। এর মধ্যে আছে বিএমডব্লু ৭৫০। এই গাড়িতে চেপেই একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন ম্যারাডোনা। গাড়ির ন্যূনতম দাম রাখা হয়েছে আড়াই লাখ ডলার।
বাড়ি-গাড়ির পাশাপাশি ম্যারাডোনার ব্যবহৃত বেশ কিছু জিনিসও নিলামে উঠবে। তাঁর জুতো, টুপি, ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার, সিগার—সব মিলিয়ে ৮৭টি জিনিস থাকবে নিলামে। ম্যারাডোনার পাঁচ বৈধ সন্তান এই নিলামে সম্মত হয়েছেন। তবে এই নিলামের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না উদ্যোক্তারা। সারা বিশ্বে ম্যারাডোনার ভক্ত ছড়িয়ে আছে। উদ্যোক্তাদের আশা, প্রিয় তারকার স্মৃতিবিজড়িত জিনিস কেনার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়বে তাঁর ভক্তরা।
এশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
২ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
২ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৩ ঘণ্টা আগেসিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭৯ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ধবলধোলাইয়ের লজ্জা এড়াতে জয় ছাড়া কোনো বিকল্প উপায় নেই সালমান আলী আঘার দলের সামনে। বাংলাদেশের সামনে সুযোগ টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে পাকিস্তানকে ধবলধোলাই করার।
৪ ঘণ্টা আগে