ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা থাকায় লিওনেল মেসি খেলতে পারছেন না ইন্টার মায়ামিতে। তাঁকে ছাড়া অবশ্য এক ম্যাচ জয়ও পেয়েছিল মায়ামি। তবে এবার আর জয় পায়নি মায়ামি। উল্টো বড় ব্যবধানে হেরে কিছুটা শঙ্কায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব।
মেজর লিগ সকারে (এমএলএস) গত রাতে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল আটলান্টা ইউনাইটেড। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৫২ শতাংশ ও আটলান্টা ৪৮ শতাংশ বল দখলে রেখেছিল। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট মায়ামি নিয়েছিল ৩টি আর ৬টি শট নিয়েছিল আটলান্টা। এ ছাড়া ফিনিশিং দুর্বলতা তো ছিলই। আটলান্টার কাছে ৫-২ গোলে হেরে গেছে মায়ামি। তাতে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পায় মায়ামি।
ম্যাচের চার মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন মায়ামির অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। এরপর ৫ থেকে ৯—এই চার মিনিট ব্যবধানে গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি আটলান্টা। ২৪ মিনিটে আটলান্টা এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। ব্রুকস লেননের অ্যাসিস্টে শট নিয়েছিলেন এডুইন মসকুইরা। তবে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। দুই দলের গোলের সুযোগ হাতছাড়ার মহড়ায় প্রথম গোল পায় মায়ামি। ২৫ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন মায়ামির ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। এরপর ৩৬ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। ব্রুকস লেননের অ্যাসিস্টে হেডে গোল করেন ট্রিস্টান মুয়ুম্বা।
সমতায় ফেরা আটলান্টা এগিয়ে যায় খুব দ্রুত। সেটা এগিয়ে যায় ইন্টার মায়ামির ভুলেই। ৪১ মিনিটে আত্মঘাতী গোল করেন ইন্টার মায়ামির ডিফেন্ডার কামাল মিলার। এরপর ৪৪ মিনিটে ব্রুকস লেননের গোলে ব্যবধান ৩-১ করে আটলান্টা। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে পিছিয়ে শেষ করার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান কমায় মায়ামি। ৫৩ মিনিটে গোল করেন মায়ামির কাম্পানা। এরপর সমতায় তো আর ফেরা হয়নি, উপরন্তু শেষের দিকে ২ গোল হজম করে বসে মায়ামি। ৭৬ ও ৮৯ মিনিটে আটলান্টার গোল ২টি করেন জিওর্গোস গিওকুমাকিস ও টাইলোর উলফ। ৫-২ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া শঙ্কায় পড়ে গেছে মায়ামির। ২৭ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ১৫ হারে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা থাকায় লিওনেল মেসি খেলতে পারছেন না ইন্টার মায়ামিতে। তাঁকে ছাড়া অবশ্য এক ম্যাচ জয়ও পেয়েছিল মায়ামি। তবে এবার আর জয় পায়নি মায়ামি। উল্টো বড় ব্যবধানে হেরে কিছুটা শঙ্কায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব।
মেজর লিগ সকারে (এমএলএস) গত রাতে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল আটলান্টা ইউনাইটেড। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৫২ শতাংশ ও আটলান্টা ৪৮ শতাংশ বল দখলে রেখেছিল। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট মায়ামি নিয়েছিল ৩টি আর ৬টি শট নিয়েছিল আটলান্টা। এ ছাড়া ফিনিশিং দুর্বলতা তো ছিলই। আটলান্টার কাছে ৫-২ গোলে হেরে গেছে মায়ামি। তাতে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পায় মায়ামি।
ম্যাচের চার মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন মায়ামির অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। এরপর ৫ থেকে ৯—এই চার মিনিট ব্যবধানে গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি আটলান্টা। ২৪ মিনিটে আটলান্টা এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। ব্রুকস লেননের অ্যাসিস্টে শট নিয়েছিলেন এডুইন মসকুইরা। তবে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। দুই দলের গোলের সুযোগ হাতছাড়ার মহড়ায় প্রথম গোল পায় মায়ামি। ২৫ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন মায়ামির ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। এরপর ৩৬ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। ব্রুকস লেননের অ্যাসিস্টে হেডে গোল করেন ট্রিস্টান মুয়ুম্বা।
সমতায় ফেরা আটলান্টা এগিয়ে যায় খুব দ্রুত। সেটা এগিয়ে যায় ইন্টার মায়ামির ভুলেই। ৪১ মিনিটে আত্মঘাতী গোল করেন ইন্টার মায়ামির ডিফেন্ডার কামাল মিলার। এরপর ৪৪ মিনিটে ব্রুকস লেননের গোলে ব্যবধান ৩-১ করে আটলান্টা। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে পিছিয়ে শেষ করার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান কমায় মায়ামি। ৫৩ মিনিটে গোল করেন মায়ামির কাম্পানা। এরপর সমতায় তো আর ফেরা হয়নি, উপরন্তু শেষের দিকে ২ গোল হজম করে বসে মায়ামি। ৭৬ ও ৮৯ মিনিটে আটলান্টার গোল ২টি করেন জিওর্গোস গিওকুমাকিস ও টাইলোর উলফ। ৫-২ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া শঙ্কায় পড়ে গেছে মায়ামির। ২৭ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ১৫ হারে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৭ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে