Ajker Patrika

খেলেননি মেসি, বড় হারে হোঁচট খেল মায়ামি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২: ০০
Thumbnail image

আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা থাকায় লিওনেল মেসি খেলতে পারছেন না ইন্টার মায়ামিতে। তাঁকে ছাড়া অবশ্য এক ম্যাচ জয়ও পেয়েছিল মায়ামি। তবে এবার আর জয় পায়নি মায়ামি। উল্টো বড় ব্যবধানে হেরে কিছুটা শঙ্কায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। 

মেজর লিগ সকারে (এমএলএস) গত রাতে ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল আটলান্টা ইউনাইটেড। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সমানে সমানে লড়াই করেছিল দুই দল। মায়ামি বল দখলে রেখেছিল ৫২ শতাংশ ও আটলান্টা ৪৮ শতাংশ বল দখলে রেখেছিল। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট মায়ামি নিয়েছিল ৩টি আর ৬টি শট নিয়েছিল আটলান্টা। এ ছাড়া ফিনিশিং দুর্বলতা তো ছিলই। আটলান্টার কাছে ৫-২ গোলে হেরে গেছে মায়ামি। তাতে ১২ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পায় মায়ামি। 

ম্যাচের চার মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ইন্টার মায়ামি। তবে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন মায়ামির অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস। এরপর ৫ থেকে ৯—এই চার মিনিট ব্যবধানে গোলের সুযোগ পেয়ে তা কাজে লাগাতে পারেনি আটলান্টা। ২৪ মিনিটে আটলান্টা এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল। ব্রুকস লেননের অ্যাসিস্টে শট নিয়েছিলেন এডুইন মসকুইরা। তবে মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার তা ঠেকিয়ে দিয়েছেন। দুই দলের গোলের সুযোগ হাতছাড়ার মহড়ায় প্রথম গোল পায় মায়ামি। ২৫ মিনিটে ডি বক্সের ভেতর থেকে বাঁ পায়ের শটে গোল করেন মায়ামির ফরোয়ার্ড লিওনার্দো কাম্পানা। এরপর ৩৬ মিনিটে সমতায় ফেরে আটলান্টা। ব্রুকস লেননের অ্যাসিস্টে হেডে গোল করেন ট্রিস্টান মুয়ুম্বা। 

সমতায় ফেরা আটলান্টা এগিয়ে যায় খুব দ্রুত। সেটা এগিয়ে যায় ইন্টার মায়ামির ভুলেই। ৪১ মিনিটে আত্মঘাতী গোল করেন ইন্টার মায়ামির ডিফেন্ডার কামাল মিলার। এরপর ৪৪ মিনিটে ব্রুকস লেননের গোলে ব্যবধান ৩-১ করে আটলান্টা। প্রথমার্ধ শেষ হয় ৩-১ গোলে পিছিয়ে শেষ করার পর দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান কমায় মায়ামি। ৫৩ মিনিটে গোল করেন মায়ামির কাম্পানা। এরপর সমতায় তো আর ফেরা হয়নি, উপরন্তু শেষের দিকে ২ গোল হজম করে বসে মায়ামি। ৭৬ ও ৮৯ মিনিটে আটলান্টার গোল ২টি করেন জিওর্গোস গিওকুমাকিস ও টাইলোর উলফ। ৫-২ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া শঙ্কায় পড়ে গেছে মায়ামির। ২৭ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ১৫ হারে ২৮ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৯-এ থাকা ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৩৫। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত