ক্রীড়া ডেস্ক
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যেন আজ এক ‘অম্লমধুর’ অভিজ্ঞতা হয়েছে। ম্যাচ শুরুর অল্প সময় পরেই তারা হয়ে যায় ১০ জনের দল। তাদের গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা বাজে ফাউল করে লাল কার্ড দেখেন। তবু তারা ভড়কে যায়নি। লে হাভরেকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
পিএসজি গোলরক্ষক দোনারুম্মা ফাউল করেন ম্যাচের ১০ মিনিটে। লে হাভরের স্ট্রাইকার হোসু কাসিমির গোল করতে গেছেন। পিএসজি গোলরক্ষক গোল বাঁচাতে সে সময় ডি বক্স থেকে বেরিয়ে যান। কাসিমিরকে বাজেভাবে ট্যাকল করায় দোনারুম্মাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপর ১২ মিনিটে পিএসজির স্ট্রাইকার ব্র্যাডলি বার্কোলাকে উঠিয়ে নেওয়া হয়। বদলি হিসেবে নামেন আরেক গোলরক্ষক আরনাউ তেনাস। ২০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল প্রতিহত করেছেন লে হাভরে গোলরক্ষক আর্থার দেসমাস। তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ২৩ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। সমতায় ফিরতে লে হাভরে মরিয়া হয়ে উঠলেও তা সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোলে।
প্রথমার্ধ শুরুর পর অল্প সময়েই সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পিএসজি। ৪৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। এরপর দুই পক্ষই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কখনো গোলরক্ষকদের দৃঢ়তা, ফিনিশিংয়ে দুর্বলতা-এসব কারণে কেউই গোলমুখ খুলতে পারেনি। ৮৯ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিতিনহা। তাঁকে অ্যাসিস্ট করেন ম্যানুয়েল উগার্তে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় পিএসজি।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। ১০ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা নিস ১৪ ম্যাচ খেলে পেয়েছে ৩০ পয়েন্ট।
প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যেন আজ এক ‘অম্লমধুর’ অভিজ্ঞতা হয়েছে। ম্যাচ শুরুর অল্প সময় পরেই তারা হয়ে যায় ১০ জনের দল। তাদের গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা বাজে ফাউল করে লাল কার্ড দেখেন। তবু তারা ভড়কে যায়নি। লে হাভরেকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি।
পিএসজি গোলরক্ষক দোনারুম্মা ফাউল করেন ম্যাচের ১০ মিনিটে। লে হাভরের স্ট্রাইকার হোসু কাসিমির গোল করতে গেছেন। পিএসজি গোলরক্ষক গোল বাঁচাতে সে সময় ডি বক্স থেকে বেরিয়ে যান। কাসিমিরকে বাজেভাবে ট্যাকল করায় দোনারুম্মাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপর ১২ মিনিটে পিএসজির স্ট্রাইকার ব্র্যাডলি বার্কোলাকে উঠিয়ে নেওয়া হয়। বদলি হিসেবে নামেন আরেক গোলরক্ষক আরনাউ তেনাস। ২০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল প্রতিহত করেছেন লে হাভরে গোলরক্ষক আর্থার দেসমাস। তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ২৩ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। সমতায় ফিরতে লে হাভরে মরিয়া হয়ে উঠলেও তা সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোলে।
প্রথমার্ধ শুরুর পর অল্প সময়েই সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পিএসজি। ৪৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। এরপর দুই পক্ষই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কখনো গোলরক্ষকদের দৃঢ়তা, ফিনিশিংয়ে দুর্বলতা-এসব কারণে কেউই গোলমুখ খুলতে পারেনি। ৮৯ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিতিনহা। তাঁকে অ্যাসিস্ট করেন ম্যানুয়েল উগার্তে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় পিএসজি।
এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। ১০ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা নিস ১৪ ম্যাচ খেলে পেয়েছে ৩০ পয়েন্ট।
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
২ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৪ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল দুবাইয়ে দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। পরশু লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গ্রুপপর্বের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে...
৪ ঘণ্টা আগে