Ajker Patrika

গোলরক্ষক লাল কার্ড খাওয়ার দিনে এমবাপ্পেদের হেসেখেলে জয় 

গোলরক্ষক লাল কার্ড খাওয়ার দিনে এমবাপ্পেদের হেসেখেলে জয় 

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) যেন আজ এক ‘অম্লমধুর’ অভিজ্ঞতা হয়েছে। ম্যাচ শুরুর অল্প সময় পরেই তারা হয়ে যায় ১০ জনের দল। তাদের গোলরক্ষক জিয়ানলুইগি দোনারুম্মা বাজে ফাউল করে লাল কার্ড দেখেন। তবু তারা ভড়কে যায়নি। লে হাভরেকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি। 

পিএসজি গোলরক্ষক দোনারুম্মা ফাউল করেন ম্যাচের ১০ মিনিটে। লে হাভরের স্ট্রাইকার হোসু কাসিমির গোল করতে গেছেন। পিএসজি গোলরক্ষক গোল বাঁচাতে সে সময় ডি বক্স থেকে বেরিয়ে যান। কাসিমিরকে বাজেভাবে ট্যাকল করায় দোনারুম্মাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। এরপর ১২ মিনিটে পিএসজির স্ট্রাইকার ব্র্যাডলি বার্কোলাকে উঠিয়ে নেওয়া হয়। বদলি হিসেবে নামেন আরেক গোলরক্ষক আরনাউ তেনাস। ২০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল প্রতিহত করেছেন লে হাভরে গোলরক্ষক আর্থার দেসমাস। তবে গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি পিএসজিকে। ২৩ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। সমতায় ফিরতে লে হাভরে মরিয়া হয়ে উঠলেও তা সফল হয়নি। প্রথমার্ধ শেষ হয়েছে ১-০ গোলে। 

প্রথমার্ধ শুরুর পর অল্প সময়েই সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি পিএসজি। ৪৬ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন এমবাপ্পে। এরপর দুই পক্ষই গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে কখনো গোলরক্ষকদের দৃঢ়তা, ফিনিশিংয়ে দুর্বলতা-এসব কারণে কেউই গোলমুখ খুলতে পারেনি। ৮৯ মিনিটে দেম্বেলের অ্যাসিস্টে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিতিনহা। তাঁকে অ্যাসিস্ট করেন ম্যানুয়েল উগার্তে। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় পায় পিএসজি। 

এই জয়ে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি। ১০ ম্যাচ জিতেছে, ৩ ম্যাচ হেরেছে ও ১ ম্যাচ ড্র করেছে। দ্বিতীয় স্থানে থাকা নিস ১৪ ম্যাচ খেলে পেয়েছে ৩০ পয়েন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত