জুভেন্টাসের সঙ্গে চলছে পয়েন্ট কাটাকাটির খেলা। কখনো পয়েন্ট কেটে নিচ্ছে, আবারও পয়েন্ট ফিরিয়ে দিয়ে পুনরায় কেটে নেওয়া হচ্ছে তুরিনের বুড়িদের থেকে। জুভেন্টাসের এমন পয়েন্ট কাটাকাটি হোসে মরিনহোর কাছে হাস্যকর।
এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা-পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর গত রাতে এম্পোলির বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে আবারও দুঃসংবাদ শোনে জুভেন্টাস। এবার কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। জুভেন্টাসের বাকি আছে দুই ম্যাচ। শেষ মুহূর্তে এভাবে পয়েন্ট কেটে নেওয়া মরিনহোর কাছে কৌতুক ছাড়া আর কিছু নয়। রোমার কোচ বলেন, ‘মৌসুমের দুই ম্যাচ বাকি থাকা অবস্থায় এটা হাস্যকর। আমাদের সবার জন্য, এমনকি জুভেন্টাসের জন্যও। অ্যালেগ্রি (ম্যাসেমিয়ানো) এবং তার শিষ্যদের জন্য খারাপ লাগছে। তবে আমার মতে, লিগ পর্যায়ে এগুলো হালকা পার্থক্য করে দেয়। মোঞ্জা ও বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনটা হলে আমরা অন্য পদক্ষেপ নিতাম।’
পয়েন্ট কাটাকাটির দিন এম্পোলির কাছে ৪-১ গোলে হেরেছে জুভেন্টাস। তাতে তুরিনের বুড়িদের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ৭ নম্বরে।
জুভেন্টাসের সঙ্গে চলছে পয়েন্ট কাটাকাটির খেলা। কখনো পয়েন্ট কেটে নিচ্ছে, আবারও পয়েন্ট ফিরিয়ে দিয়ে পুনরায় কেটে নেওয়া হচ্ছে তুরিনের বুড়িদের থেকে। জুভেন্টাসের এমন পয়েন্ট কাটাকাটি হোসে মরিনহোর কাছে হাস্যকর।
এ বছরের জানুয়ারিতে দলবদলের চুক্তি ও টাকা-পয়সা নিয়ে মিথ্যাচার করায় জুভেন্টাসের থেকে ১৫ পয়েন্ট কেটে নেয় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এরপর ফেডারেল কোর্টের আপিলে ১৫ পয়েন্ট ফিরে পায় তুরিনের বুড়িরা। এরপর গত রাতে এম্পোলির বিপক্ষে সিরি ‘আ’র ম্যাচে আবারও দুঃসংবাদ শোনে জুভেন্টাস। এবার কেটে নেওয়া হয়েছে ১০ পয়েন্ট। জুভেন্টাসের বাকি আছে দুই ম্যাচ। শেষ মুহূর্তে এভাবে পয়েন্ট কেটে নেওয়া মরিনহোর কাছে কৌতুক ছাড়া আর কিছু নয়। রোমার কোচ বলেন, ‘মৌসুমের দুই ম্যাচ বাকি থাকা অবস্থায় এটা হাস্যকর। আমাদের সবার জন্য, এমনকি জুভেন্টাসের জন্যও। অ্যালেগ্রি (ম্যাসেমিয়ানো) এবং তার শিষ্যদের জন্য খারাপ লাগছে। তবে আমার মতে, লিগ পর্যায়ে এগুলো হালকা পার্থক্য করে দেয়। মোঞ্জা ও বোলোনিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমনটা হলে আমরা অন্য পদক্ষেপ নিতাম।’
পয়েন্ট কাটাকাটির দিন এম্পোলির কাছে ৪-১ গোলে হেরেছে জুভেন্টাস। তাতে তুরিনের বুড়িদের পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেছে। ৩৬ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে ৭ নম্বরে।
মিরপুরে পরশু প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। একই মাঠে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ-পাকিস্তান। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে এই ম্যাচ। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে বাংলাদেশ।
৩৫ মিনিট আগেসাকিব আল হাসান আবারও ব্যর্থতার চক্রে ঘুরপাক খাচ্ছেন। টি-টোয়েন্টি হোক বা টি-টেন—ইনিংস বড় করতে গিয়ে আউট হয়ে যাচ্ছেন তিনি। এবার ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান নামে টি-টেন টুর্নামেন্টে শুরু হয়েছে সাকিবের রানখরা।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি ক্রিকেট মানেই তো চার-ছক্কার ফুলঝুরি। খেলাটা যত কম ওভারের হয়, ততই যেন সেটা ব্যাটারদের খেলা হয়ে ওঠে। আর দর্শকেরা মাঠেই আসেন রানের বন্যা দেখতে।
২ ঘণ্টা আগেএটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
২ ঘণ্টা আগে