ঢাকা: ইউরো শেষেই জার্মান দলের দায়িত্ব থেকে অবসরে যাবেন—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন জোয়াকিম লো। ক্যাবিনেটে আরও একটি শিরোপা দিয়ে বিদায়বেলা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবার কপালে তো আর রঙিন বিদায় জোটে না! ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বকাপজয়ী লোর।
কাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বলের দখল বেশিই ছিল জার্মানির। তবে ম্যাচের অধিকাংশ সময়েই ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতেই জার্মানির বিদায় নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচ হারের ব্যাখ্যায় সময়মতো কার্যকরী ফুটবল না খেলতে পারাটাই বড় করে দেখছেন লো, ‘মুহূর্তটা খুবই হতাশার। আমরা আশাবাদী ছিলাম আরও সামনে এগিয়ে যাব। আমরা দুবার গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গত চার সপ্তাহ আমরা অনেক পরিশ্রম করেছি। দুঃখের বিষয়, টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।’
বিদায় নিলেও কাউকেই দায়ী করছেন না লো। জার্মানির বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘কাউকে দায়ী করব না। খেলোয়াড়েরা খুবই হতাশ। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা এখান থেকে শিখবে। পরের ইউরো ২০২৪ সালে জার্মানিতে হবে। তত দিনে এরা আরও অভিজ্ঞ হবে।’
২০০৪ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সহকারী কোচ ছিলেন লো। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপ শেষে ওই বছরের ১২ জুলাই জার্মান দলের প্রধান কোচ হন লো। তাঁর অধীনে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। ঠিক তার পরের বিশ্বকাপে ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আর কাল তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল জার্মানির। এতে লোর ১৫ বছরের জার্মান কোচের চাকরিজীবনও শেষ হলো।
বিশ্বকাপের মতো সর্বোচ্চ টুর্নামেন্ট জিতেছেন লো। তাঁকে ফুটবল মনে রাখবে আলাদা করেই। তবু কাল যে মলিন বিদায়টা হলো, এটা নিশ্চয়ই ভাবেননি তিনি নিজেও!
ঢাকা: ইউরো শেষেই জার্মান দলের দায়িত্ব থেকে অবসরে যাবেন—এমন ঘোষণা আগেই দিয়েছিলেন জোয়াকিম লো। ক্যাবিনেটে আরও একটি শিরোপা দিয়ে বিদায়বেলা রাঙাতে চেয়েছিলেন তিনি। কিন্তু সবার কপালে তো আর রঙিন বিদায় জোটে না! ওয়েম্বলিতে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হেরে শেষ ষোলোতেই ইউরো অভিযান শেষ হয়েছে বিশ্বকাপজয়ী লোর।
কাল ইংল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে বলের দখল বেশিই ছিল জার্মানির। তবে ম্যাচের অধিকাংশ সময়েই ঘরের মাঠে দর্শকদের সমর্থন নিয়ে দাপুটে ফুটবল খেলেছে ইংল্যান্ড। ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতেই জার্মানির বিদায় নিশ্চিত করেছে ইংলিশরা। ম্যাচ হারের ব্যাখ্যায় সময়মতো কার্যকরী ফুটবল না খেলতে পারাটাই বড় করে দেখছেন লো, ‘মুহূর্তটা খুবই হতাশার। আমরা আশাবাদী ছিলাম আরও সামনে এগিয়ে যাব। আমরা দুবার গোল দেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। গত চার সপ্তাহ আমরা অনেক পরিশ্রম করেছি। দুঃখের বিষয়, টুর্নামেন্ট থেকে আমাদের বিদায়ঘণ্টা বেজে গেছে।’
বিদায় নিলেও কাউকেই দায়ী করছেন না লো। জার্মানির বিশ্বকাপজয়ী কোচ বলছেন, ‘কাউকে দায়ী করব না। খেলোয়াড়েরা খুবই হতাশ। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে, যারা এখান থেকে শিখবে। পরের ইউরো ২০২৪ সালে জার্মানিতে হবে। তত দিনে এরা আরও অভিজ্ঞ হবে।’
২০০৪ থেকে ২০০৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির সহকারী কোচ ছিলেন লো। ঘরের মাঠে ২০০৬ বিশ্বকাপ শেষে ওই বছরের ১২ জুলাই জার্মান দলের প্রধান কোচ হন লো। তাঁর অধীনে ২০১৪ সালে ব্রাজিলে জার্মানি ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। ঠিক তার পরের বিশ্বকাপে ২০১৮ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। আর কাল তো দ্বিতীয় রাউন্ডেই বিদায়ঘণ্টা বেজে গেল জার্মানির। এতে লোর ১৫ বছরের জার্মান কোচের চাকরিজীবনও শেষ হলো।
বিশ্বকাপের মতো সর্বোচ্চ টুর্নামেন্ট জিতেছেন লো। তাঁকে ফুটবল মনে রাখবে আলাদা করেই। তবু কাল যে মলিন বিদায়টা হলো, এটা নিশ্চয়ই ভাবেননি তিনি নিজেও!
মিরপুরে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। বিশেষ করে, মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদদের নিয়ন্ত্রিত বোলিংয়ে যেন চোখে সর্ষেফুল দেখেছেন পাকিস্তানি ব্যাটাররা। ১১৭ বল পর্যন্ত খেললেও স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি পায়নি সফরকারীরা।
১৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলা থেমে আছে ৯ মাস ধরে। তবে মিরপুরে গতকাল বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টিতে না থেকেও ছিলেন। শেরেবাংলার গ্যালারিতে শোনা যায় ‘সাকিব, সাকিব’ ধ্বনি। বাংলাদেশের জার্সিতে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে প্রায়ই চলে আলোচনা।
১ ঘণ্টা আগেগত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১১ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
১১ ঘণ্টা আগে