নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচ শুরু হতে এখনো দুই মাস বাকি। সূচি অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় বোঝা গেল, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হতে কোনো অসুবিধা নেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ লম্বা সময় ধরেই। তবে মাসখানেক আগে এখানে হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু ফুটবলের জন্য এখনো পুরোপুরি রূপে প্রস্তুত হতে পারেনি স্টেডিয়ামটি। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায়ই শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। বাফুফে ঘাসের আরেকটু কাজ করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাডলাইট থেকে শুরু করে সবগুলো কাজ প্রায় শেষ। ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হবে। জুনে ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
২০২১ সালে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাতে পেছাতে ২০২৫ সালে গিয়ে ঠেকেছে। সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো হতো জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচগুলো।
শিলংয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও নজর কেড়েছেন হামজা। ট্যাকল, ইন্টারসেপশন সব জায়গাতেই মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচ শুরু হতে এখনো দুই মাস বাকি। সূচি অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় বোঝা গেল, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হতে কোনো অসুবিধা নেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ লম্বা সময় ধরেই। তবে মাসখানেক আগে এখানে হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু ফুটবলের জন্য এখনো পুরোপুরি রূপে প্রস্তুত হতে পারেনি স্টেডিয়ামটি। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায়ই শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। বাফুফে ঘাসের আরেকটু কাজ করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাডলাইট থেকে শুরু করে সবগুলো কাজ প্রায় শেষ। ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হবে। জুনে ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
২০২১ সালে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাতে পেছাতে ২০২৫ সালে গিয়ে ঠেকেছে। সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো হতো জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচগুলো।
শিলংয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও নজর কেড়েছেন হামজা। ট্যাকল, ইন্টারসেপশন সব জায়গাতেই মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে