নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচ শুরু হতে এখনো দুই মাস বাকি। সূচি অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় বোঝা গেল, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হতে কোনো অসুবিধা নেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ লম্বা সময় ধরেই। তবে মাসখানেক আগে এখানে হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু ফুটবলের জন্য এখনো পুরোপুরি রূপে প্রস্তুত হতে পারেনি স্টেডিয়ামটি। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায়ই শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। বাফুফে ঘাসের আরেকটু কাজ করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাডলাইট থেকে শুরু করে সবগুলো কাজ প্রায় শেষ। ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হবে। জুনে ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
২০২১ সালে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাতে পেছাতে ২০২৫ সালে গিয়ে ঠেকেছে। সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো হতো জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচগুলো।
শিলংয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও নজর কেড়েছেন হামজা। ট্যাকল, ইন্টারসেপশন সব জায়গাতেই মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
বাংলাদেশ ফুটবল দলের পরের ম্যাচ শুরু হতে এখনো দুই মাস বাকি। সূচি অনুযায়ী, সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশে হওয়ার কথা থাকলেও কোথায় হবে সেটা নিয়ে বেশ অনিশ্চয়তা ছিল। আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথায় বোঝা গেল, হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে হতে কোনো অসুবিধা নেই।
ঢাকার জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে বেশ লম্বা সময় ধরেই। তবে মাসখানেক আগে এখানে হয়েছে জাতীয় অ্যাথলেটিকস। কিন্তু ফুটবলের জন্য এখনো পুরোপুরি রূপে প্রস্তুত হতে পারেনি স্টেডিয়ামটি। আজ আন্তর্জাতিক ক্রীড়া দিবসে জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ প্রায়ই শেষ। তাবিথ ভাইয়ের সঙ্গে এরই মধ্যে কথা হয়েছে। বাফুফে ঘাসের আরেকটু কাজ করবে। আর আপনারা দেখতে পাচ্ছেন, ফ্লাডলাইট থেকে শুরু করে সবগুলো কাজ প্রায় শেষ। ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হবে। জুনে ম্যাচ আয়োজন করতে কোনো অসুবিধা হবে না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে আজ জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। জাতীয় স্টেডিয়ামের সংস্কার নিয়ে তিনি বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
২০২১ সালে শুরু হয় জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও সেই সময় পেছাতে পেছাতে ২০২৫ সালে গিয়ে ঠেকেছে। সাধারণত বাংলাদেশের ম্যাচগুলো হতো জাতীয় স্টেডিয়ামে। কিন্তু সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকে সিলেট জেলা স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনায় হয়েছে ম্যাচগুলো।
শিলংয়ে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজার। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাংলাদেশ-ভারত ম্যাচ গোলশূন্য ড্র হলেও নজর কেড়েছেন হামজা। ট্যাকল, ইন্টারসেপশন সব জায়গাতেই মুন্সিয়ানা দেখিয়েছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। বর্তমানে তিনি ইংল্যান্ডে আছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলতে। ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরে মুখোমুখি হবে বাংলাদেশ।
আরও পড়ুন:
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে