৫২ থেকে ৬০—এই ৮ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে বড় জয় পেয়েছে টটেনহাম। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচে স্পার্সরা আজ পিছিয়ে পড়েও হারিয়েছে ওয়েস্ট হামকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে হার থেকে বেঁচেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও জিতেছে রেড ডেভিলরা।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই গোল খেয়ে বসে ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মার্কাস রাশফোর্ডের লম্বা করে বাড়ানো বলে দারুণভাবে জাল খুঁজে নেন আলেহান্দ্রো গারনাচো। ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে দর্শনীয় গোলে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হয়লুন্দ। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল।
ম্যাচটিতে ব্রেন্টফোর্ড মিডফিল্ডার কেভিন শাদের হাঁটুতে লেগে মাথা ফাটে মাথ্যিয়াস ডি লিটের। তারপরও পুরো ম্যাচ খেলে গেছেন ইউনাইটেড ডিফেন্ডার। আরেক ম্যাচে ‘বাজপাখি’ এমি মার্তিনেজের নৈপুণ্যে ফুলহামের বিপক্ষে তাদের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। ম্যাচটিতে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ২৭ মিনিটে আন্দ্রেস পেরেইরার পেনাল্টি রুখে দেন আর্জন্টাইন গোলরক্ষক। তবে রোমাঞ্চ ছড়িয়েছে সেন্ট ম্যারি স্টেডিয়ামে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতেছে লেস্টার সিটি।
আন্তর্জাতিক বিরতিতে থেকে ফেরার ম্যাচে বুন্দেসলিগায় নিজেদের মাঠ বেঅ্যারেনায় পিছিয়ে পড়েও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। ঘরের সমর্থকদের সামনে সমান ব্যবধানে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ডও।
ইউরোপীয় ফুটবল
ম্যানইউ ২:১ ব্রেন্টফোর্ড
টটেনহাম ৪:১ ওয়েস্ট হাম
লেভারকুসেন ২:১ ফ্রাঙ্কফুর্ট
ডর্টমুন্ড ২:১ পাওলি
৫২ থেকে ৬০—এই ৮ মিনিটের মধ্যে তিন গোল দিয়ে বড় জয় পেয়েছে টটেনহাম। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার ম্যাচে স্পার্সরা আজ পিছিয়ে পড়েও হারিয়েছে ওয়েস্ট হামকে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে হার থেকে বেঁচেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে পিছিয়ে পড়েও জিতেছে রেড ডেভিলরা।
বিরতিতে যাওয়ার আগ মুহূর্তেই গোল খেয়ে বসে ইউনাইটেড। তবে দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই মার্কাস রাশফোর্ডের লম্বা করে বাড়ানো বলে দারুণভাবে জাল খুঁজে নেন আলেহান্দ্রো গারনাচো। ৬২ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের অ্যাসিস্টে দর্শনীয় গোলে রেড ডেভিলদের ব্যবধান দ্বিগুণ করেন রাসমুস হয়লুন্দ। সেই সঙ্গে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল এরিক টেন হাগের দল।
ম্যাচটিতে ব্রেন্টফোর্ড মিডফিল্ডার কেভিন শাদের হাঁটুতে লেগে মাথা ফাটে মাথ্যিয়াস ডি লিটের। তারপরও পুরো ম্যাচ খেলে গেছেন ইউনাইটেড ডিফেন্ডার। আরেক ম্যাচে ‘বাজপাখি’ এমি মার্তিনেজের নৈপুণ্যে ফুলহামের বিপক্ষে তাদের মাঠে পিছিয়ে পড়েও ৪-১ গোলে জিতেছে অ্যাস্টন ভিলা। ম্যাচটিতে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ২৭ মিনিটে আন্দ্রেস পেরেইরার পেনাল্টি রুখে দেন আর্জন্টাইন গোলরক্ষক। তবে রোমাঞ্চ ছড়িয়েছে সেন্ট ম্যারি স্টেডিয়ামে। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ৩-২ গোলে জিতেছে লেস্টার সিটি।
আন্তর্জাতিক বিরতিতে থেকে ফেরার ম্যাচে বুন্দেসলিগায় নিজেদের মাঠ বেঅ্যারেনায় পিছিয়ে পড়েও এনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ২-১ গোলে জিতেছে চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন। ঘরের সমর্থকদের সামনে সমান ব্যবধানে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ডও।
ইউরোপীয় ফুটবল
ম্যানইউ ২:১ ব্রেন্টফোর্ড
টটেনহাম ৪:১ ওয়েস্ট হাম
লেভারকুসেন ২:১ ফ্রাঙ্কফুর্ট
ডর্টমুন্ড ২:১ পাওলি
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে