Ajker Patrika

বাংলাদেশ ম্যাচের পর কী নিয়ে চিন্তিত দ্রাবিড় 

আপডেট : ০২ জুন ২০২৪, ২৩: ৫২
বাংলাদেশ ম্যাচের পর কী নিয়ে চিন্তিত দ্রাবিড় 

যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচ দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে আজ। মূল টুর্নামেন্ট শুরুর আগে গতকাল শেষ প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। বাংলাদেশের বিপক্ষে সহজ জয় পেলেও চিন্তিত রাহুল দ্রাবিড়। 

নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপের আগে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ-ভারত। বিশ্বকাপ সামনে রেখে এই মাঠ তৈরি হয়েছে মাত্র তিন মাসে। মাঠের আউটফিল্ড কিছুটা ধীরগতির দেখা গেছে। ড্রপ-ইন উইকেটে কিছুটা বাউন্স দেখা গেছে। বল আকাশে উঠলেও ফিল্ডাররা যেভাবে ক্যাচ ধরার আশা করছিলেন, সেভাবে নাগাল পাননি। ফিল্ডারদের কিছুটা ভুগতে হয়েছে। বিশ্বকাপের মূল পর্বে নামার আগে ভারতীয় ক্রিকেটারদের চোট নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করতে দেখা গেছে দ্রাবিড়কে। বিসিসিআইকে ভারতীয় কোচ বলেন, ‘মাঠ কিছুটা নরম ছিল। মনে হচ্ছে আগামীকাল ছেলেদের হ্যামস্ট্রিং, কাঁধে সমস্যা হতে পারে। তাই এই জায়গাটায় আমাদের নিশ্চিত করতে হবে যে খেলোয়াড়েরা যেন নিজেদের দেখাশোনা করে। কারণ, কিছু একটা অস্বস্তি বোধ হচ্ছিল।’ 

প্রথমে ব্যাটিং করে গতকাল ভারত ৫ উইকেটে ১৮২ রান করেছে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ আটকে যায় ৯ উইকেটে ১২২ রান করে। এই নিউইয়র্কে ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ভারত। মাঠের সমস্যা থাকলেও সতীর্থদের পারফরম্যান্স নিয়ে প্রশংসা করেছেন দ্রাবিড়। ভারতীয় কোচ বলেন, ‘আমার মনে হয় মাঠ কিছুটা ফাঁপা মনে হয়েছে। তবে সেটার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি ভালোভাবে। ব্যাটাররা এমন উইকেটে ভালো খেলেছে। বোলাররাও ভালো খেলেছে। আশা করি আগামী দুদিনে প্রস্তুতি সারতে পারব।’ 

ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাজে হারের পর দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। হার্দিক পান্ডিয়াকে করা নিজের ও ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে বোলিংয়ের বাঁ হাতেই চোট পেয়েছেন শরীফুল ইসলাম (মধ্যমা ও বুড়ো আঙুলের মাঝে)। তীব্র ব্যথা নিয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছেন শরীফুল। পরে জানা গেছে, বাংলাদেশের বাঁহাতি পেসারের হাতে লেগেছে ৬ সেলাই। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শরীফুলকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। ৮ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এক টন কয়লাও ইসরায়েলে যাবে না, নির্দেশ কলম্বিয়ার প্রেসিডেন্টের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত