হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।
হোয়ান গাম্পার ট্রফিতে সর্বশেষ ১১ বছর আগে হেরেছিল বার্সেলোনা। গতকাল আবারও সেই হারের সম্ভাবনা উঁকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৪–২ গোলে টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বার্সা।
বার্সার টানা ১১ বারের মতো ট্রফি জয়ের ‘নায়ক’ ১৬ বছরের এক কিশোর। কৈশোর না পেরোনো সেই ফুটবলারের নাম নামিনে ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন তিনি। বার্সা যখন ২–১ গোলে পিছিয়ে ম্যাচে হারের পথে, ঠিক তখনই বদলি নেমে মোড় ঘুরিয়ে দিলেন তিনি।
৮০ মিনিটে বদলি নামা ইয়ামাল এক মিনিট পরেই দলকে সমতায় ফেরানো দুর্দান্ত এক পাস দিলেন। ডান প্রান্ত থেকে তাঁর বাড়ানো বলে শুধু পা লাগানোর কাজটুকু করেন ফেরান তোরেস। সমতায় ফেরার পর ইংলিশ ক্লাবকে ম্যাচ থেকে ছিটকে দেয় বার্সা। এই ছিটকে দেওয়ার পেছনেই ইয়ামালের অবদান। গোল না পেলেও তাঁর নামার পর থেকেই একের পর এক আক্রমণ করতে থাকে কাতালান ক্লাব। ম্যাচের শেষ ১৫ মিনিটে ৩ গোল পায় জাভি হার্নান্দেজের দল।
সমতাসূচক গোলের পর ৯০ মিনিটে ম্যাচে এগিয়ে যায় বার্সা। তোরেসের সহায়তায় গোলটি করেন বদলি নামা আনসু ফাতি। স্প্যানিশ ফরোয়ার্ড ফাতি গোল করার আগে তোরেসকে যখন ইয়ামাল পাস দেন, তখন প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে দুর্দান্ত ডামিতে বোকা বানান উদীয়মান এই উইঙ্গার। পরে অতিরিক্ত সময়ে টটেনহামের গোলবারে শেষ পেরেক মারেন আবদে এজ্জালজুলি।
এর আগে অলিম্পিক স্টেডিয়ামে শুরুতেও এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাচের তৃতীয় মিনিটেই দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডফস্কি। তবে কিছুক্ষণ পর ম্যাচে ঘুরে দাঁড়ায় টটেনহাম। ২৪ মিনিটে দলের সমতাসূচক গোলের পর লিডও এনে দেন রক্ষণাত্মক মিডফিল্ডার অলিভার স্কিপ। দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৩৬ মিনিটে। তাঁর জোড়া গোলেই ৮০ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল টটেনহাম। ম্যাচ জয়েরও আশা দেখছিল ইংলিশ ক্লাব। কিন্তু ১৬ বছরের ইয়ামাল নামার পরেই ম্যাচের পুরো চিত্র বদলে যায়।
বার্সা ৪–২ গোলে সাবেক সভাপতি হোয়ান গাম্পারের নামে করা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়। আগে টুর্নামেন্টের আদলে শুরু হলেও এখন অবশ্য নতুন মৌসুমের আগে বার্সা এটিকে একটি ম্যাচে পরিণত করেছে। বার্ষিক এই ম্যাচে ভিন্ন ভিন্ন দলের সঙ্গে খেলে কাতালান ক্লাব। সর্বশেষ ২০১২ সালে ইতালির ক্লাব সাম্পদোরিয়ার কাছে ১–০ গোলে হেরেছিল বার্সা। এরপর থেকে টানা ১১ বার জিতল তারা।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে