Ajker Patrika

আমাকে কি সুদর্শন মনে হয় না

আমাকে কি সুদর্শন মনে হয় না

হাসপাতালের সঙ্গে ভালোই সখ্য হয়ে গেছে ফুটবল কিংবদন্তি পেলের। সর্বশেষ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মলাশয়ে টিউমারজনিত সমস্যার কারণে। সাও পাওলোর একটি হাসপাতালে দুদিন থাকার পর গত বৃহস্পতিবার ছাড়া পেয়েছেন পেলে। ৮১ বছর বয়সী এই ফুটবলারের শরীর থেকে গত বছর কোলন টিউমার অপসারণ করা হয়। 

এরপর থেকে কেমোথেরাপি নিয়ে আসছিলেন পেলে। অন্ত্র ও যকৃতে টিউমার ধরা পড়েছে। ফুসফুসে আরেকটি টিউমার বেড়ে উঠছে এই কিংবদন্তি ফুটবলারের। শরীরে কোথাও ক্যানসার বাসা বেঁধেছে কি না, সেটি নিশ্চিত হতেই হাসপাতালের দ্বারস্থ হন পেলে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য শুধু মলাশয়ের টিউমারের বিষয়টি নিশ্চিত করেছে। 

হাসপাতাল থেকে বাড়ি ফিরে চুপচাপ বসে নেই পেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত ভক্তদের উদ্দেশ্য একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘বন্ধুরা, আমি জানি মানুষজন আমার খবর পেতে আগ্রহী থাকে। আজ ছুটির দিনে আমি নিজের যত্ন নিচ্ছি। মহামারির শুরু থেকেই আমার স্ত্রী প্রিয় হেয়ারড্রেসার হয়ে উঠেছে। মানুষ বলছিল, আমি ঠিকঠাক নেই। তোমরা কি মনে করো না আমি সুদর্শন?  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত