Ajker Patrika

অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের জেল হতে পারে নেইমারের

ক্রীড়া ডেস্ক
অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের জেল হতে পারে নেইমারের

কাতার বিশ্বকাপে ব্রাজিল ‘হেক্সা’ মিশন পূরণ করতে চায় নেইমারকে কেন্দ্র করে। কিন্তু আসন্ন বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কর ফাঁকির মামলায় ব্রাজিলিয়ান তারকাকে বিশ্বকাপের সময় জেলে থাকতে হতে পারে।

২০১৬ সালের অভিযোগের মামলা অনেক দিন ধরে চলার পর তাঁকে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন বার্সেলোনার আদালত। তাঁর বিরুদ্ধে করা মামলাটির শুনানি আগামী ১৭ অক্টোবর থেকে বার্সেলোনার আদালতে শুরু হবে।

শুধু নেইমার নন আদালতের শুনানিতে দাঁড়াতে হবে বার্সেলোনার সাবেক দুই সভাপতি সান্দ্রো রোসেল, জোসেফ মারিয়া বার্তেমেউ ও তাঁর বাবা-মাকেও। স্পেনের কর কর্তৃপক্ষ মনে করেছে অন্তত ৮ দশমিক ৪ মিলিয়ন ইউরো ফাঁকি দিয়েছেন পিএসজি তারকা। যে কারণে আদালতে দুই বছরের কারাদণ্ডের সঙ্গে তাঁকে ১০ মিলিয়ন ইউরো অর্থদণ্ডের আবেদন করেছেন স্প্যানিশ আইনজীবীরা। যার শুনানি শুরু হবে আগামী ১৭ অক্টোবর। বিশ্বকাপের এক মাস আগে শুরু হওয়া শুনানিতে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ৩০ বছর বয়সী তারকাকে জেলে যেতে হতে পারে।

২০১৩ সালে নেইমার সান্তোষ থেকে ১৭ দশমিক ১ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। সান্তোষে থাকার সময় নেইমারের ইমেজ স্বত্বের দায়িত্বে ছিলেন আর্থিক প্রতিষ্ঠান ডিআইএস। ব্রাজিলিয়ান প্রতিষ্ঠানটি দলবদলের পর অভিযোগ করেছিল নেইমার-বার্সেলোনার চুক্তির সঠিক তথ্য প্রকাশ করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত