ক্রীড়া ডেস্ক
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে ২১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পিছিয়ে থাকা বার্সেলোনা ম্যাচে ফিরতে যেন মরিয়া হয়ে ওঠে। ২৪ মিনিটে ইয়ামালের অসাধারণ এক গোলে বার্সেলোনা প্রথমে ব্যবধান কমায়। ইন্টার মিলানের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের খেলা দেখে মুগ্ধতা ঝরেছে ইন্টার কোচ সিমিওন ইনজাঘির কণ্ঠেও। ম্যাচ শেষে ইনজাঘি বলেন, ‘লামিনে এমন এক ধরনের প্রতিভা যা প্রতি ৫০ বছরে একজন আসে। তার খেলা কাছ থেকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। সে আমাদের অনেক ভুগিয়েছে। কারণ, তাকে থামানোর চেষ্টা করছিলাম। এটা যথেষ্ট ছিল না।’
২৪ মিনিটের সেই দুর্দান্ত গোল নয়, ইয়ামাল গতকাল ইন্টার মিলানের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েছেন। ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটা ৩-৩ গোলে ড্র করে ইন্টারের বিপক্ষে। শিষ্য ইয়ামালের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এমন প্রতিভাবান ফুটবলার বার্সার জন্য আশীর্বাদ মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘সে বিশেষ কিছু। আসলেই প্রতিভাবান। বড় ম্যাচে সে ঝলক দেখায়। সিমিওনের কথা অনুযায়ী যদি প্রত্যেক ৫০ বছরে এমন ফুটবলার আসে, তাহলে বার্সার জন্য খুশির খবর।’
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিস স্টেডিয়ামে গত রাতে ৬ গোলের মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে। ৬৫ মিনিটে কর্নার থেকে আসা বল ইয়ামালের পাস রিসিভ করে শট নেন রাফিনিয়া। বুলেট গতিতে এরপর শট নেন রাফিনিয়া। ক্রসবারে লেগে বল ফেরত আসার সময় ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের পিঠে লেগে খুঁজে নেয় জাল। এভাবেই ইন্টার মিলানের আত্মঘাতী গোলটি হয়েছে।
বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলানের তিন গোলের তিনটিতেই অবদান রেখেছেন ডাঞ্জেল ডামপ্রিস। দুটি গোল তিনি করেছেন। আরেকটি গোল ১ মিনিটে মার্কাস থুরামকে দিয়ে করিয়েছেন ডামফ্রিস। এটা ম্যাচেরই প্রথম গোল। ৬ মে সানসিরোতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সা।
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিজ স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম লেগে ২১ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ইন্টার মিলান। পিছিয়ে থাকা বার্সেলোনা ম্যাচে ফিরতে যেন মরিয়া হয়ে ওঠে। ২৪ মিনিটে ইয়ামালের অসাধারণ এক গোলে বার্সেলোনা প্রথমে ব্যবধান কমায়। ইন্টার মিলানের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করেন ইয়ামাল। ১৭ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডের খেলা দেখে মুগ্ধতা ঝরেছে ইন্টার কোচ সিমিওন ইনজাঘির কণ্ঠেও। ম্যাচ শেষে ইনজাঘি বলেন, ‘লামিনে এমন এক ধরনের প্রতিভা যা প্রতি ৫০ বছরে একজন আসে। তার খেলা কাছ থেকে দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। সে আমাদের অনেক ভুগিয়েছে। কারণ, তাকে থামানোর চেষ্টা করছিলাম। এটা যথেষ্ট ছিল না।’
২৪ মিনিটের সেই দুর্দান্ত গোল নয়, ইয়ামাল গতকাল ইন্টার মিলানের রক্ষণদুর্গে বারবার হানা দিয়েছেন। ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা শেষ পর্যন্ত ম্যাচটা ৩-৩ গোলে ড্র করে ইন্টারের বিপক্ষে। শিষ্য ইয়ামালের এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। এমন প্রতিভাবান ফুটবলার বার্সার জন্য আশীর্বাদ মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘সে বিশেষ কিছু। আসলেই প্রতিভাবান। বড় ম্যাচে সে ঝলক দেখায়। সিমিওনের কথা অনুযায়ী যদি প্রত্যেক ৫০ বছরে এমন ফুটবলার আসে, তাহলে বার্সার জন্য খুশির খবর।’
এস্তাদি অলিম্পিক লুইজ কোম্পানিস স্টেডিয়ামে গত রাতে ৬ গোলের মধ্যে একটি আত্মঘাতী গোলও রয়েছে। ৬৫ মিনিটে কর্নার থেকে আসা বল ইয়ামালের পাস রিসিভ করে শট নেন রাফিনিয়া। বুলেট গতিতে এরপর শট নেন রাফিনিয়া। ক্রসবারে লেগে বল ফেরত আসার সময় ইন্টার মিলানের গোলরক্ষক ইয়ান সোমেরের পিঠে লেগে খুঁজে নেয় জাল। এভাবেই ইন্টার মিলানের আত্মঘাতী গোলটি হয়েছে।
বার্সেলোনার বিপক্ষে ইন্টার মিলানের তিন গোলের তিনটিতেই অবদান রেখেছেন ডাঞ্জেল ডামপ্রিস। দুটি গোল তিনি করেছেন। আরেকটি গোল ১ মিনিটে মার্কাস থুরামকে দিয়ে করিয়েছেন ডামফ্রিস। এটা ম্যাচেরই প্রথম গোল। ৬ মে সানসিরোতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ইন্টার মিলান-বার্সা।
ইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
২ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
২ ঘণ্টা আগে২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
৩ ঘণ্টা আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
৪ ঘণ্টা আগে