Ajker Patrika

মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন এই কিংবদন্তি ফুটবলার

মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন এই কিংবদন্তি ফুটবলার

ক্যারিয়ারে সাফল্যের সঙ্গে নিন্দাও কম জোটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ কিংবদন্তি ওয়েইন রুনির। নারী কেলেঙ্কারিসহ একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ক্যারিয়ারে নিজের করা ভুলগুলো নিয়ে মুখ খুলেছেন রুনি। বলেছেন, ম্যানইউতে ক্যারিয়ারের শুরুর দিকে হতাশায় মদ খেয়ে নিজেকে গৃহবন্দী করে রাখতেন তিনি। 

গত শুক্রবার আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে রুনির জীবনী নিয়ে বানানো ডকুমেন্টারি ‘রুনি’। সেই ডকুতে নিজের জীবনের নানা দিক তুলে ধরেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে কঠিন সময়গুলো সামাল দিতে বেশ বেগ পেতে হয়েছেন বলেও জানান তিনি। রুনি বলেন, ‘আমি যখন তরুণ ছিলাম তখন অনেক ভুল করেছি। যার কিছু কিছু সংবাদমাধ্যমে এসেছে, কিছু আসেনি। সেটা মারামারি বা যাই হোক। আমার জন্য সেই খবরগুলোর সঙ্গে, তখনকার ম্যানেজারের সঙ্গে এবং পরিবারের সঙ্গে লড়াই করা সহজ ছিল না।’ 

জীবন সঙ্গী কোলেনকেও একাধিকবার বিব্রতকর অবস্থায় ফেলেছেননিজের প্রথম সন্তান কাই পৃথিবীতে আসা পর্যন্ত জীবন কতটা কঠিন ছিল তা জানাতে গিয়ে রুনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শুরুর দিনগুলোতে আমার প্রথম সন্তান না হওয়া পর্যন্ত আমি নিজেকে বন্দী করে রাখতাম, আমি বাইরে কোথাও যেতাম না। সে সময় ফুটবল থেকে দুই দিনের ছুটি পাওয়া যেত। বিষয়গুলো ভুলে থাকতে আমি আক্ষরিক অর্থেই নিজেকে বন্দী করে রাখতাম এবং মদ খেতাম। নিজেকে বন্দী করার মধ্য দিয়ে কিছু বিষয় আমি ভুলে থাকতে পারতাম।’ 

তবে রুনি বলেছেন বয়স বাড়ার সঙ্গে তিনি নিজের এমন মানসিকতাকেও নিয়ন্ত্রণ করতে শিখেছেন। ম্যানইউর সাবেক এই তারকা ফুটবলার বলেন, ‘বেড়ে ওঠার সময় আমি বেশ রাগী ও আগ্রাসী ছিলাম। তবে সৌভাগ্যবশত এখন এসব নিয়ন্ত্রণে আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত