Ajker Patrika

ব্রাজিলের বিপক্ষে ড্র করেও বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১১: ২৪
ব্রাজিলের বিপক্ষে ড্র করেও বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা

আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। সুপার ক্ল্যাসিকোতে আজ আর্জেন্টিনা জয় পেলে কোনো সমীকরণ ছাড়াই বিশ্বকাপ নিশ্চিত হতো তাদেরও। গোলশূন্য ড্রয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে জয় পায়নি কেউই। তবে ইকুয়েডরের কাছে চিলির ২-০ গোলে হারে নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ। 

শুরু থেকেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই উত্তাপ ছড়ায়। তবে অতিরিক্ত ফাউলে সুপার ক্ল্যাসিকো কিছুটা রং হারিয়েছে। ৯০ মিনিটের ম্যাচে ফাউল হয়েছে ৪২টি। দুই দলই সমান ২১ বার করে ফাউল করে। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণে সমানে-সমান ছিল। দুই দলই গোলের শট নিয়েছে সমান ৯টি করে। আর্জেন্টিনার তিনটি আর ব্রাজিলের দুটি থাকে লক্ষ্যে। 

জিততে না পারার পরও এই ম্যাচকে ইতিবাচক হিসেবে দেখছেন লিওনেল মেসি। নিজেদের এগিয়ে রেখে মেসি বলেছেন, ‘বিশ্বাস ছিল আমরা জিততে পারব। সেভাবেই আমরা খেলতে চেয়েছি, কখনো কখনো পারিনি। গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা ভালো করছি, ম্যাচ হারিনি এবং এগিয়ে যাচ্ছি।’ 

১৩ ম্যাচ শেষে ৮ জয়ে আর্জেন্টিনার পয়েন্ট ২৯। ১৪ ম্যাচে ৭ জয়ে ইকুয়েডরের পয়েন্ট ২৩। আর আর্জেন্টিনার সমান ১৩ ম্যাচে ১১ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ব্রাজিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত