যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার-মিয়ামির অধিনায়কত্ব এখন মেসির কাঁধে। কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলা এই মহাতারকার সতীর্থদের প্রায় সবাই কথা বলেন ইংরেজিতে। মনের ভাব আদান-প্রদানের জন্য মেসিও তাই ইংরেজি শিক্ষায় মনোযোগ দিয়েছেন। তবে এগোচ্ছেন খুব ধীরে ধীরে।
অবস্থা এমন যে, মেসির সঙ্গে মন খুলে কথা বলতে স্প্যানিশ ভাষাই শিখতে শুরু করে দিয়েছেন দু-একজন সতীর্থ। এর মধ্যে রবার্ট টেইলর অন্যতম। মেসির ইংরেজি শেখার বিষয়ে স্কাই স্পোর্টসকে বেশ কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন তিনি।
মেসির ইংরেজি শব্দের ভান্ডার এখনো অনেক কম জানিয়ে টেইলর বলেন, ‘আমি কিছু স্প্যানিশ ভাষা শিখছি আর তিনি (মেসি) শিখছেন ইংরেজি।’
টেইলর জানান, মেসির সঙ্গে ভালো করে কথা বলতে না পারলেও তাঁর ফুটবলের ভাষা সবাই বোঝে।
এ বিষয়ে টেইলর বলেন, ‘আমাদের কথোপকথনকে এখনো ভালো বলা যাবে না। তবে মাঠের মধ্যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমি মনে করি ফুটবল নিজেই একটি ভাষা। এর মধ্য দিয়ে কারও সঙ্গে সংযোগ স্থাপন হলে তাঁদের একই ভাষা না জানলেও চলে।’
তবে ভাঙা ভাঙা উচ্চারণে দু-একটি ইংরেজি কথোপকথন মেসি বেশ ভালো করছেন বলেই মনে করেন টেইলর।
মঙ্গলবার ইন্টার-মিয়ামির প্র্যাকটিস সেশনে এক সতীর্থের সঙ্গে বেশ দিলখোলা হয়ে হেসে হেসে কথা বলতে দেখা গেছে। তবে সেই সতীর্থটি হলেন জর্ডি অ্যালবা। তিনিও স্প্যানিশ ভাষায় কথা বলেন।
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার-মিয়ামির অধিনায়কত্ব এখন মেসির কাঁধে। কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলা এই মহাতারকার সতীর্থদের প্রায় সবাই কথা বলেন ইংরেজিতে। মনের ভাব আদান-প্রদানের জন্য মেসিও তাই ইংরেজি শিক্ষায় মনোযোগ দিয়েছেন। তবে এগোচ্ছেন খুব ধীরে ধীরে।
অবস্থা এমন যে, মেসির সঙ্গে মন খুলে কথা বলতে স্প্যানিশ ভাষাই শিখতে শুরু করে দিয়েছেন দু-একজন সতীর্থ। এর মধ্যে রবার্ট টেইলর অন্যতম। মেসির ইংরেজি শেখার বিষয়ে স্কাই স্পোর্টসকে বেশ কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন তিনি।
মেসির ইংরেজি শব্দের ভান্ডার এখনো অনেক কম জানিয়ে টেইলর বলেন, ‘আমি কিছু স্প্যানিশ ভাষা শিখছি আর তিনি (মেসি) শিখছেন ইংরেজি।’
টেইলর জানান, মেসির সঙ্গে ভালো করে কথা বলতে না পারলেও তাঁর ফুটবলের ভাষা সবাই বোঝে।
এ বিষয়ে টেইলর বলেন, ‘আমাদের কথোপকথনকে এখনো ভালো বলা যাবে না। তবে মাঠের মধ্যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমি মনে করি ফুটবল নিজেই একটি ভাষা। এর মধ্য দিয়ে কারও সঙ্গে সংযোগ স্থাপন হলে তাঁদের একই ভাষা না জানলেও চলে।’
তবে ভাঙা ভাঙা উচ্চারণে দু-একটি ইংরেজি কথোপকথন মেসি বেশ ভালো করছেন বলেই মনে করেন টেইলর।
মঙ্গলবার ইন্টার-মিয়ামির প্র্যাকটিস সেশনে এক সতীর্থের সঙ্গে বেশ দিলখোলা হয়ে হেসে হেসে কথা বলতে দেখা গেছে। তবে সেই সতীর্থটি হলেন জর্ডি অ্যালবা। তিনিও স্প্যানিশ ভাষায় কথা বলেন।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৮ মিনিট আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৩ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগে