সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, বাবার মৃত্যুশোক ভুলে দিদিয়ের দেশমের ডাগআউটে ফেরা, ক্রোয়েশিয়ার প্রথম ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের ৩৫তম খেলোয়াড় হিসেবে লুকা মদরিচের ১৫০তম ম্যাচ খেলতে নামা—এক রাতে কত উপলক্ষ!
তবে সব ছাপিয়ে মদরিচের বিশেষ ম্যাচের ফলটাই হয়ে রয়েছে মুখ্য। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে ক্রোয়েশিয়া।
ঠাসা সূচিতে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হতে না হতেই এসে হাজির আন্তর্জাতিক টুর্নামেন্ট। উয়েফা নেশনস লিগে যেন সেই ধকল জেঁকে বসেছে খেলোয়াড়দের শরীর ও মনে। ক্লান্তির ছাপ তাই স্পষ্ট ফুটে উঠেছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দ্বৈরথে।
শেষ দিকে অবশ্য লড়াই কিছুটা জমে উঠেছিল। সমতা টেনে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের কিছুটা আশাও জাগিয়েছিল ক্রোয়েশিয়া। অধিনায়ক মদরিচকে অবশ্য জয় উপহার দিতে পারেননি সতীর্থরা। তবে ১১ বছর পর ফরাসিদের রুখে দেওয়াই বা কম কী!
স্প্লিতের পোদিউদ স্টেডিয়ামে গত রাতে আদ্রিয়ান রাবিওর গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর শেষ দিকে পেনাল্টি থেকে সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ।
দল দুটির ৯ বারের লড়াই এ নিয়ে তৃতীয়বার অমীমাংসিত রইল। বাকি ছয়টি ম্যাচ জিতেছে ফান্স। তবে নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামা ফরাসিরা দুটি ম্যাচেই জিততে ব্যর্থ হলো। ডেনমার্কের বিপক্ষে প্যারিসে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।
১১ দিনের মধ্যে দলগুলোকে খেলতে হবে চারটি ম্যাচ। খেলোয়াড়দের বিশ্রাম দিতে কাল শুরুর একাদশে দশ-দশটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দেশম। ছিলেন না আক্রমণভাগের প্রধান দুই অস্ত্র করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ক্রোয়েশিয়াও। ওই ম্যাচের দলের ছয়জনকে বিশ্রাম দিয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ।
এই ড্রয়ের পর ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে। দুটি করে ম্যাচ খেলেছে তারা। গ্রুপের শীর্ষে রয়েছে ডেনমার্ক, দুইয়ে অস্ট্রিয়া।
ডেনমার্কের কাছে হারের পর ক্রোয়েশিয়াতেও পয়েন্ট খোয়ানোয় অসন্তুষ্ট হওয়ার কথা দেশমের। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ ম্যাচ শেষে অতৃপ্তির বিষয়টি প্রকাশও করেছেন, ‘দলে পরিবর্তন এনে খারাপ কিছু করিনি। যারা টানা খেলে যাচ্ছে, তাদের বিশ্রামের দরকার ছিল। ম্যাচে আমরা এগিয়ে ছিলাম। আরও কয়েকটি গোল হতে পারত। উল্টো সমতাসূচক গোল উপহার দিয়েছি। ব্যাপারটা ওদের প্রতি দরদ দেখানোর মতো মনে হয়েছে।’
জিততে ব্যর্থ হলেও চিন্তিত নন দেশম। নেশনস লিগকে তিনি দেখছেন বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে, ‘ওরা দ্বিতীয়ার্ধে একটুখানি হুমকি হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ছিল সুসংগত। একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে ফলটা যদিও সন্তোষজনক নয়, তবে এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
সর্বশেষ রাশিয়া বিশ্বকাপের দুই ফাইনালিস্ট, বাবার মৃত্যুশোক ভুলে দিদিয়ের দেশমের ডাগআউটে ফেরা, ক্রোয়েশিয়ার প্রথম ও আন্তর্জাতিক ফুটবল ইতিহাসের ৩৫তম খেলোয়াড় হিসেবে লুকা মদরিচের ১৫০তম ম্যাচ খেলতে নামা—এক রাতে কত উপলক্ষ!
তবে সব ছাপিয়ে মদরিচের বিশেষ ম্যাচের ফলটাই হয়ে রয়েছে মুখ্য। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে ক্রোয়েশিয়া।
ঠাসা সূচিতে ক্লাব ফুটবলের মৌসুম শেষ হতে না হতেই এসে হাজির আন্তর্জাতিক টুর্নামেন্ট। উয়েফা নেশনস লিগে যেন সেই ধকল জেঁকে বসেছে খেলোয়াড়দের শরীর ও মনে। ক্লান্তির ছাপ তাই স্পষ্ট ফুটে উঠেছে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দ্বৈরথে।
শেষ দিকে অবশ্য লড়াই কিছুটা জমে উঠেছিল। সমতা টেনে ফ্রান্সের বিপক্ষে প্রথম জয়ের কিছুটা আশাও জাগিয়েছিল ক্রোয়েশিয়া। অধিনায়ক মদরিচকে অবশ্য জয় উপহার দিতে পারেননি সতীর্থরা। তবে ১১ বছর পর ফরাসিদের রুখে দেওয়াই বা কম কী!
স্প্লিতের পোদিউদ স্টেডিয়ামে গত রাতে আদ্রিয়ান রাবিওর গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর শেষ দিকে পেনাল্টি থেকে সমতা টানেন আন্দ্রেই ক্রামারিচ।
দল দুটির ৯ বারের লড়াই এ নিয়ে তৃতীয়বার অমীমাংসিত রইল। বাকি ছয়টি ম্যাচ জিতেছে ফান্স। তবে নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযানে নামা ফরাসিরা দুটি ম্যাচেই জিততে ব্যর্থ হলো। ডেনমার্কের বিপক্ষে প্যারিসে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা।
১১ দিনের মধ্যে দলগুলোকে খেলতে হবে চারটি ম্যাচ। খেলোয়াড়দের বিশ্রাম দিতে কাল শুরুর একাদশে দশ-দশটি পরিবর্তন এনেছেন ফরাসি কোচ দেশম। ছিলেন না আক্রমণভাগের প্রধান দুই অস্ত্র করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। আসরে নিজেদের প্রথম ম্যাচে হেরেছে ক্রোয়েশিয়াও। ওই ম্যাচের দলের ছয়জনকে বিশ্রাম দিয়েছেন ক্রোয়েট কোচ জ্লাতকো দালিচ।
এই ড্রয়ের পর ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার পয়েন্ট ১ করে। দুটি করে ম্যাচ খেলেছে তারা। গ্রুপের শীর্ষে রয়েছে ডেনমার্ক, দুইয়ে অস্ট্রিয়া।
ডেনমার্কের কাছে হারের পর ক্রোয়েশিয়াতেও পয়েন্ট খোয়ানোয় অসন্তুষ্ট হওয়ার কথা দেশমের। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কোচ ম্যাচ শেষে অতৃপ্তির বিষয়টি প্রকাশও করেছেন, ‘দলে পরিবর্তন এনে খারাপ কিছু করিনি। যারা টানা খেলে যাচ্ছে, তাদের বিশ্রামের দরকার ছিল। ম্যাচে আমরা এগিয়ে ছিলাম। আরও কয়েকটি গোল হতে পারত। উল্টো সমতাসূচক গোল উপহার দিয়েছি। ব্যাপারটা ওদের প্রতি দরদ দেখানোর মতো মনে হয়েছে।’
জিততে ব্যর্থ হলেও চিন্তিত নন দেশম। নেশনস লিগকে তিনি দেখছেন বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে, ‘ওরা দ্বিতীয়ার্ধে একটুখানি হুমকি হয়ে দাঁড়িয়েছেন। সব মিলিয়ে আমাদের পারফরম্যান্স ছিল সুসংগত। একটি প্রতিযোগিতামূলক ম্যাচ হিসেবে ফলটা যদিও সন্তোষজনক নয়, তবে এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।’
আজ রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কর্মকর্তারাও! কোপা দেল রের ফাইনালে বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াই নিয়ে এমনিতেই সিবিএফের আগ্রহ থাকার কথা নয়! কিন্তু ইএসপিএন যা বলছে, তাতে এই ফাইনাল নিয়ে...
২০ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইটা বলা যায় এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের তিনে আছে বটে, কিন্তু অনেকটা দূরত্ব (১০ পয়েন্টের) নিয়ে। তাই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ...
৩৪ মিনিট আগেদেশের ক্রিকেটে এখন যা চলছে, তাকে আর যা-ই হোক, ক্রিকেট নয়; বলা যায় ‘চলিতেছে সার্কাস ’! দেশের ক্রিকেটে শৃঙ্খলা, নিয়ন্ত্রণ, খেলার চেতনা, নৈতিকতা, আচরণবিধি, সততা, সম্মানবোধ, দায়িত্ববোধ—সবই যেন উঠে যেতে বসেছে; নিজেদের ক্ষমতা প্রদর্শন আর স্বার্থ উদ্ধারই যেন বড় হয়ে উঠেছে। গত কিছুদিনে দেশের ঘরোয়া ক্রিকেটে..
৪৩ মিনিট আগেবিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের অর্জনটা অবশ্য বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম সোনা।
১০ ঘণ্টা আগে