ক্রীড়া ডেস্ক
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
গত সেপ্টেম্বরে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের প্রথম রাউন্ডেই পার্ক দো প্রিন্সেসে ইতালি ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। সেই হার মনে রেখেছেন দিনিয়ে। তা ছাড়া নেশনস লিগের আগের ম্যাচেই ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। তাই জয়ের ধারায় ফেরার একটা তাগিদও আছে দিদিয়ের দেশমের দলের।
তবে সান সিরোয় ‘শত্রু’র মুখোমুখি হওয়ার আগে প্রতিশোধের কথা বললেন দিনিয়ে, ‘দলের মধ্যে অবশ্যই ক্রীড়াসুলভ প্রতিশোধের চেতনা কাজ করছে। কোনো দলের (ইতালি) বিপক্ষে হারার পর কেউই সেটা দ্বিতীয়বার হতে দিতে চাইবে না।’
আজকের ম্যাচটি হবে ফ্রান্সের জার্সিতে দিনিয়ের ৫০তম ম্যাচ। এই মাইলফলক ছুঁতে যাওয়া নিয়ে বললেন, ‘৫০তম ম্যাচ খেলতে যাওয়ার কথা বললে বলব, অনেক লম্বা পথ, প্রচুর কঠোর পরিশ্রমের (ফসল)। যত দিন যাচ্ছে, ৫০তম ম্যাচ খেলার অর্থ তত বেশি বুঝতে পারছি।’
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান ২ নম্বরে। ৯ নম্বরে ইতালি। এ হিসাবে উয়েফা নেশনস লিগে যখন আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন, কাগজে-কলমে ফেবারিট থাকবে ফ্রান্সই। তবে মাঠে নামার আগে দিনিয়ে সমীহ জানাচ্ছেন প্রতিপক্ষকে, ‘ইতালি দলের সমন্বয় দুর্দান্ত, তাদের স্কোয়াডও বেশ ভালো। খুব ভালো একজন কোচ (স্পালেত্তি) আছে দলটির, যাকে আমি রোমায় খেলার সময় থেকে জানি। তিনি অসাধারণ একজন কৌশলী, মানুষ হিসেবেও অসাধারণ।’
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
গত সেপ্টেম্বরে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের প্রথম রাউন্ডেই পার্ক দো প্রিন্সেসে ইতালি ৩-১ গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্সকে। সেই হার মনে রেখেছেন দিনিয়ে। তা ছাড়া নেশনস লিগের আগের ম্যাচেই ইসরায়েলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স। তাই জয়ের ধারায় ফেরার একটা তাগিদও আছে দিদিয়ের দেশমের দলের।
তবে সান সিরোয় ‘শত্রু’র মুখোমুখি হওয়ার আগে প্রতিশোধের কথা বললেন দিনিয়ে, ‘দলের মধ্যে অবশ্যই ক্রীড়াসুলভ প্রতিশোধের চেতনা কাজ করছে। কোনো দলের (ইতালি) বিপক্ষে হারার পর কেউই সেটা দ্বিতীয়বার হতে দিতে চাইবে না।’
আজকের ম্যাচটি হবে ফ্রান্সের জার্সিতে দিনিয়ের ৫০তম ম্যাচ। এই মাইলফলক ছুঁতে যাওয়া নিয়ে বললেন, ‘৫০তম ম্যাচ খেলতে যাওয়ার কথা বললে বলব, অনেক লম্বা পথ, প্রচুর কঠোর পরিশ্রমের (ফসল)। যত দিন যাচ্ছে, ৫০তম ম্যাচ খেলার অর্থ তত বেশি বুঝতে পারছি।’
ফিফা র্যাঙ্কিংয়ে ফ্রান্সের অবস্থান ২ নম্বরে। ৯ নম্বরে ইতালি। এ হিসাবে উয়েফা নেশনস লিগে যখন আজ মুখোমুখি হবে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন, কাগজে-কলমে ফেবারিট থাকবে ফ্রান্সই। তবে মাঠে নামার আগে দিনিয়ে সমীহ জানাচ্ছেন প্রতিপক্ষকে, ‘ইতালি দলের সমন্বয় দুর্দান্ত, তাদের স্কোয়াডও বেশ ভালো। খুব ভালো একজন কোচ (স্পালেত্তি) আছে দলটির, যাকে আমি রোমায় খেলার সময় থেকে জানি। তিনি অসাধারণ একজন কৌশলী, মানুষ হিসেবেও অসাধারণ।’
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। শিহরণ জাগানিয়া ম্যাচটির জন্য খেলোয়াড়দের মানসিকতা নিয়ে কোনো দুর্ভাবনা নেই কোচ হাভিয়ের কাবরেরার। আপাতত কিংস অ্যারেনায় অনুশীলন করলেও ৫ মার্চ সৌদি আরবে যাবে দল।
৪ ঘণ্টা আগেবৃষ্টি আগের দিন অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ক্ষীণ করে তুলেছিল আফগানদের শেষ চারের ওঠার সম্ভাবনা। সেটা এতই ক্ষীণ যে তা উবে যাওয়ার জন্য গতকাল ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষ পর্যন্তও অপেক্ষা করতে হলো না। করাচিতে কাল ইংল্যান্ডে ১৭৯ রানে অলআউট করেই শেষ চার নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তাতেই
৫ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে ইনিংস বিরতিতে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ ম্যাচ শেষেই করাচি থেকে তাদের ধরতে হবে দুবাইয়ের বিমান। দুবাইয়ে যেতে হবে গ্রুপের আরেক সেমিফাইনালিস্ট অস্ট্রেলিয়াকেও।
৫ ঘণ্টা আগেগতকাল বৃষ্টি অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে তুললেও ঝামেলায় ফেলে আফগানিস্তানকে। সেমিতে ওঠার জন্য ‘আকাশ-কুসুম’ সমীকরণের মুখেই পড়ে তারা, যেখানে সবকিছু নির্ভর করছিল ইংল্যান্ডের ওপর। কিন্তু দিনশেষে আসর থেকে ছিটকেই যেতে হলো আফগানিস্তানকে।
৭ ঘণ্টা আগে