Ajker Patrika

লিভারপুলের বিপক্ষে পিএসজির অগ্নিপরীক্ষা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ মার্চ ২০২৫, ১০: ৩৮
প্রথম লেগে দারুণ খেলেও পিএসজিকে জেতাতে পারেননি কাভারাৎসখেলিয়া (বাঁয়ে সবুজ জার্সি)। অ্যানফিল্ডে সেই দুঃখ ভোলানোর সুযোগ আজ। অন্যদিকে সালাহ-নুনেজের (ডানে) সেরা রূপ দেখার জন্য মুখিয়ে থাকবে লিভারপুল। ছবি: এএফপি
প্রথম লেগে দারুণ খেলেও পিএসজিকে জেতাতে পারেননি কাভারাৎসখেলিয়া (বাঁয়ে সবুজ জার্সি)। অ্যানফিল্ডে সেই দুঃখ ভোলানোর সুযোগ আজ। অন্যদিকে সালাহ-নুনেজের (ডানে) সেরা রূপ দেখার জন্য মুখিয়ে থাকবে লিভারপুল। ছবি: এএফপি

ঘরের মাঠে দাপট দেখাবে পিএসজি, সেটাই অনুমিত ছিল। কিন্তু ১-০ গোলের জয়ে প্যারিস থেকে বাড়ি ফেরে লিভারপুল। তাতে বড় কৃতিত্ব অবশ্য গোলরক্ষক আলিসন বেকারের। তাঁর ৯টি সেভের কারণে আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নির্ভার থেকেই পিএসজিকে আতিথ্য দেবে অলরেডরা।

পিএসজিও কোনো ছাড় দেবে না। অ্যানফিল্ডে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেই ছক ভালোভাবেই কষে রেখেছেন কোচ লুইস এনরিকে। প্রথম লেগে ভালো খেলেও জিততে না পারার হতাশা কাটিয়ে উঠেছে তাঁর দল।

অগ্নিপরীক্ষার ম্যাচ নিয়ে এনরিকে বলেন, ‘লিভারপুলকে চ্যালেঞ্জ জানানোর মতো সেরা অবস্থায় রয়েছি আমরা। আমাদের হারানোর কিছু নেই এবং শেষ আটে উঠতে সবটুকু দিয়ে চেষ্টা করব। আমরা হতাশ ছিলাম, তবে সেই হতাশা কাটিয়ে উঠেছি। রেনের বিপক্ষে ভালো একটা ম্যাচ খেলেছি আমরা; যা লিভারপুলের বিপক্ষে ভালো করার আশা জোগাচ্ছে। শেষ ষোলোর ড্র হওয়ার পর থেকে আমরা লিভারপুলকে নিয়েই ভাবছি।’

ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে তেমন কোনো দুর্ভাবনা থাকার কথা নয় লিভারপুলের। কোনো অঘটন না হলে শিরোপা জিততে চলেছে তারাই। তাই বলে দলের শারীরিক ভাষায় কোনো পরিবর্তন চান না কোচ আর্নে স্লট। সর্বশেষ সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচের বিরতিতে শিষ্যদের কড়া ভাষায় শাসিয়েছেন তিনি। পিএসজিকে এমন সুযোগ দিলে যে চড়া মূল্য দিতে হবে, তা ভালোই জানা আছে তাঁর।

স্লট বলেন, ‘পিএসজির সেই ম্যাচ বিবেচনা করলে দেখা যাবে, আমাদের একাগ্রতা আরও এক ধাপ বাড়াতে হবে। কিন্তু যদি সাউদাম্পটন ম্যাচের কথা তুলনা করি, তাহলে মনে হবে চার, পাঁচ কিংবা ছয় ধাপ পিছিয়ে আছি আমরা। আশা করি, আমরা প্রথম লেগের চেয়ে কিছুটা ভালো খেলব।’

লিভারপুলের মতো প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনাও। তবে ১০ জন নিয়ে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছিল তাদের। ভয়চেক সেজনি চীনের প্রাচীর হয়ে না দাঁড়ালে বেনফিকার কাছে হয়তো কয়েক গোল হজম করতে হতো কাতালানদের।

ক্লাব চিকিৎসক মারা কার্লেস মিনারো মারা যাওয়ায় বার্সায় বইছে শোকের ছায়া; যে কারণে গত শনিবার ওসাসুনার বিপক্ষে ম্যাচটি স্থগিত করে তারা। তবে শোককে শক্তিতে পরিণত করে আজ বেনফিকার বিপক্ষে লড়তে হবে বলে জানিয়েছেন কোচ হান্সি ফ্লিক। তিনি বলেন, ‘আমরা তাঁর জন্য খেলতে চাই। তবে আমাদের মনোযোগ এখন কাল (আজ) কী করব, সেদিকে। এই পরিস্থিতিতে আমাদের জেতাটা খুবই জরুরি। আমরা দারুণ ছন্দে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত