Ajker Patrika

মৃত্যুর হুমকি পেলেন নুনেজের ঢুস খাওয়া অ্যান্ডারসন

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ২১: ৩৩
মৃত্যুর হুমকি পেলেন নুনেজের ঢুস খাওয়া অ্যান্ডারসন

ডারউইন নুনেজ ও জোয়াকিম অ্যান্ডারসনের ঠুস কাণ্ড নিয়ে লিভারপুল সমর্থকেরা বেশ ক্ষুব্ধ। তাঁরা এতটাই উত্তেজিত যে, সামাজিক মাধ্যমে মৃত্যুর হুমকি দিয়েছেন ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার অ্যান্ডারসনকে। মৃত্যুর হুমকি পাওয়ার বিষয়টি প্রকাশ্যে এনেছেন এই ড্যানিশ তারকা। 

লিভারপুলের বিপক্ষে তাদেরই মাঠ অ্যানফিল্ডে গতকাল ১-১ গোলে ড্র করেছে ক্রিস্টাল প্যালেস। ম্যাচের ৫৭ মিনিটে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। লিভারপুলের স্ট্রাইকার নুনেজ উত্তেজিত হয়ে প্রতিপক্ষের সেন্টার ডিফেন্ডার অ্যান্ডারসনকে মাথা দিয়ে ঢুস মারেন। এর শাস্তি হিসেবে নুনেজকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। 

কিন্তু অলরেড সমর্থকেরা বিষয়টি মেনে নিতে পারেনি। তাঁরা মনে করেন, লাল কার্ডের জন্যই ম্যাচটা জিততে পারেনি লিভারপুল। কেননা ৩০ মিনিটেরও বেশি ১০ ফুটবলারকে নিয়ে খেলতে হয়েছে তাঁদের প্রিয় ক্লাবকে। এই ঘটনাকে কেন্দ্র করেই অ্যান্ডারসনকে মৃত্যুর হুমকি দিয়েছেন লিভারপুলের কিছু অতি উৎসাহী সমর্থকেরা। শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও একই হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন এই ডিফেন্ডার। 

গালাগালি ও মৃত্যুর হুমকি পাওয়া পোস্টগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে অ্যান্ডারসন সমর্থকদের লিখেছেন, ‘গত রাতে ৩ থেকে ৪০০টি এমন বার্তা পেয়েছি। বুঝতে পারছি আপনারা একটি দলকে সমর্থন করেন। তবে আপনাদেরকে সম্মানের সঙ্গে বলছি, অনলাইনে এমন কঠোর বার্তা পাঠানো বন্ধ করুন।’ 

অ্যান্ডারসন এ বিষয়ে ইনস্টাগ্রাম ও লিগ কর্তৃপক্ষের দৃষ্টিও আকর্ষণ করেছেন। তিনি লিখেছেন, ‘আশা করি ইনস্টাগ্রাম ও ইংলিশ প্রিমিয়ার লিগ এ বিষয়ে কিছু করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত