Ajker Patrika

বাংলাদেশকে জিতিয়ে হাসপাতালে তারিক কাজী 

নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে 
আপডেট : ২৫ জুন ২০২৩, ১৯: ৫১
বাংলাদেশকে জিতিয়ে হাসপাতালে তারিক কাজী 

ডাগআউটে তার উদ্‌যাপনটা ছিল স্মরণীয়। ১-১ গোলে সমতায় থাকা বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচটা হেলে যেতে পারত যে কারও দিকেই। কঠিন এক পরিস্থিতি থেকে আজ বাংলাদেশকে জয়ের পথ দেখিয়েছে তারিক রায়হান কাজীর দ্বিতীয় গোলটি। সেই গোলের পর প্রাণখোলা উদ্‌যাপন করেও অবশ্য ম্যাচটি হাসিমুখে শেষ করতে পারেননি তারিক। 

শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজ মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ৬৭ মিনিটে দ্বিতীয় গোলটি তারিকের। সেই গোলের পর বড় এক চোটই পেয়েছেন সেন্ট্রাল ডিফেন্ডার। ম্যাচের ৮২ মিনিটের পর মাঠ ছাড়তে হয়েছে ফিজিওর কাঁধে ভর করে। 

জয়ের পর দলের সঙ্গে উদ্‌যাপনটাও করা হয়নি তারিকের। সোজা চলে গেছেন হাসপাতালে। বাংলাদেশের রক্ষণে তারিকের সতীর্থ তপু বর্মণ বললেন, ‘তারিক এখন হাসপাতালে। কিছুক্ষণ পর আমরা হয়তো বুঝতে পারব তারিকের কী অবস্থা।’ 

ঠিক কী ধরনের চোট পেয়েছেন, কতটা খারাপ অবস্থায় আছে সেটা জানা যাবে তার মেডিকেল রিপোর্টের পাওয়ার পরই। ভুটানের বিপক্ষে বুধবারের ম্যাচে তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। তারিকের চোট নিয়ে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বললেন, ‘এই মুহূর্তে তারিকের চোট নিয়ে আপনাদের কিছু বলতে পারব না। এটা আমাদের মেডিকেল ডিপার্টমেন্টই ভালো বলতে পারবে।’

মালদ্বীপ ম্যাচে চোট নিয়ে ম্যাচ ছেড়েছেন বাংলাদেশের প্রথম গোলদাতা রাকিব হোসেনও। তবে তাঁকে নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই বলে মন্তব্য কোচ কাবরেরার, ‘রাকিবের মাংস পেশিতে টান পড়েছে। তাকে নিয়ে হয়তো আমাদের বেশি দুশ্চিন্তা করতে হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত