ক্রীড়া ডেস্ক
এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:
এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে আজ সকাল থেকে চলছিল গুঞ্জন—দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল অভিযানে আসছে। দুপুর ১২টার আগে সেটা সত্যি হয়েছে। তিন সদস্যের একটি দল বিসিবি কার্যালয়ে গিয়ে অনুসন্ধান কার্যক্রম শুরু করে।
৩৭ মিনিট আগেপ্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
১ ঘণ্টা আগেপ্রযুক্তির উৎকর্ষের ছোঁয়া লেগেছে প্রায় সবখানেই। খেলাধুলাতেও দেখা যায় হরেক রকমের প্রযুক্তির খেল। ফিফা এবার ভিন্ন রকম এক চমক দেখাতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপে। নতুন এই প্রযুক্তির সাহায্যে রেফারির চোখেই দেখা যাবে ফিফা ক্লাব বিশ্বকাপ।
২ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) রিশাদ হোসেনের অভিষেকটা হয়েছে দুর্দান্ত। লাহোর কালান্দার্সের জার্সিতে পরশু ৪ ওভারে ৩১ রানে নিয়েছেন ৪ উইকেট। এক দিন পর আজ আবার লাহোরের ম্যাচ রয়েছে। বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-করাচি কিংস।
৩ ঘণ্টা আগে