ক্রীড়া ডেস্ক
এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:
এক সময় ক্রিকেট থেকে নির্বাসনে থাকা পাকিস্তানে ক্রিকেট এখন চলছে নিয়মিত। আন্তর্জাতিক ক্রিকেট, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) হচ্ছে দেশটির বিভিন্ন ভেন্যুতে। তবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ১৭ বছর ধরে হচ্ছে না কোনো আন্তর্জাতিক ম্যাচ। এবার বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ১৭ বছরের অপেক্ষা ফুরোতে যাচ্ছে।
এ বছরের মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। সূচি এখনো প্রকাশ করা না হলেও কবে হতে পারে, সেটার একটা ধারণা পাওয়া গেছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’ নামে পাকিস্তানি সংবাদমাধ্যমে গতকাল এক প্রতিবেদনে সূত্রের বরাতে জানিয়েছে, ২৫ মে ও ২৭ মে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হতে পারে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। এই ফয়সালাবাদে সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০০৮ সালে। এখানেও জড়িয়ে বাংলাদেশ। ১৭ বছর আগে সেই ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস ও স্টার্ন মেথডে পাকিস্তান ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশকে।
বাংলাদেশ-পাকিস্তান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই স্টেডিয়ামে হতে পারে ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদনে জানা গেছে। ৩০ মে, ১ জুন ও ৩ জুন হতে পারে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। শেষ তিন টি-টোয়েন্টি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রথমে বাংলাদেশ-পাকিস্তান সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর আলোচনার পর ওয়ানডে ম্যাচগুলো বাতিল করে পুরো সিরিজই টি-টোয়েন্টি সংস্করণে রূপান্তর করা হয়েছে বলে পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কারণ, ২০২৫ এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। এরপর আগামী বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়।
নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে না ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। নতুন করে এই স্টেডিয়ামে আধুনিক সুযোগ-সুবিধা যোগ করা হয়েছে। ‘দ্য ইন্টারন্যাশনাল নিউজ ডট কম’-এর প্রতিবেদন সত্যি হলে ১৭ বছরের অপেক্ষা শেষ হবে ইকবাল স্টেডিয়ামের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে পাকিস্তান ও বাংলাদেশ মুখোমুখি হয়েছে ১৯ ম্যাচে। যার মধ্যে আর বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচ। বাকি ১৬ ম্যাচ পাকিস্তান জিতেছে।
আরও পড়ুন:
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অস্ট্রেলিয়া খেলেছে দাপট দেখিয়ে। টেস্ট, টি-টোয়েন্টি মিলিয়ে আটটিতেই জিতেছে অজিরা। সেন্ট কিটস এন্ড নেভিসে গতকাল উইন্ডিজ অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফর শেষ হলেও বিশ্রাম নেওয়ার সুযোগ নেই অজিদের। অস্ট্রেলিয়া এবার সীমিত ওভারের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।
২৮ মিনিট আগেছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
২ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগে