১৪ দলের কোপা আমেরিকার সূচি আগেই নিশ্চিত হয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া লাতিন ফুটবল লড়াইয়ে ৪৮ তম আসরের গ্রুপ পর্বের ড্র হয় গত ডিসেম্বরেই। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ‘ডি’ গ্রুপে গতবারের রানার্সআপ ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটির অপেক্ষা ছিল এতদিন। অবশেষে সেই অপেক্ষা ফুরোল।
আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কানাডাকে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী চিলি ও পেরু। অন্যদিকে ব্রাজিল পেল কোস্টারিকাকে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কোস্টারিকার বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।
১৬ দল নিয়ে হবে এবারের কোপা আমেরিকা। এর মধ্যে দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চল থেকে আসবে ১০ দল এবং ৬ দল খেলবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল নিয়ে গঠিত ফেডারেশন কনকাকাফ থেকে। যেখানে কানাডা, কোস্টারিকা দুই দলই পেরিয়ে এসেছে কনকাকাফ প্লে অফের সাঁকো। টয়োটা স্টেডিয়ামে আজ কনকাকাফ নেশনস লিগের প্লে অফ ফাইনালে মুখোমুখি হয় কোস্টারিকা-হন্ডুরাস। হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় কোস্টারিকা। একই মাঠে অপর ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা।
২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। ম্যাচটি হবে ২৪ জুন বাংলাদেশ সময় ভোরে।
২০২৪ কোপা আমেরিকার চূড়ান্ত গ্রুপ:
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা
১৪ দলের কোপা আমেরিকার সূচি আগেই নিশ্চিত হয়েছিল। জুনে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া লাতিন ফুটবল লড়াইয়ে ৪৮ তম আসরের গ্রুপ পর্বের ড্র হয় গত ডিসেম্বরেই। ‘এ’ গ্রুপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ‘ডি’ গ্রুপে গতবারের রানার্সআপ ব্রাজিলের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটির অপেক্ষা ছিল এতদিন। অবশেষে সেই অপেক্ষা ফুরোল।
আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কানাডাকে। ‘এ’ গ্রুপে আর্জেন্টিনা, কানাডার সঙ্গী চিলি ও পেরু। অন্যদিকে ব্রাজিল পেল কোস্টারিকাকে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল, কোস্টারিকার বাকি দুই প্রতিপক্ষ কলম্বিয়া ও প্যারাগুয়ে।
১৬ দল নিয়ে হবে এবারের কোপা আমেরিকা। এর মধ্যে দক্ষিণ আমেরিকার কনমেবল অঞ্চল থেকে আসবে ১০ দল এবং ৬ দল খেলবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল নিয়ে গঠিত ফেডারেশন কনকাকাফ থেকে। যেখানে কানাডা, কোস্টারিকা দুই দলই পেরিয়ে এসেছে কনকাকাফ প্লে অফের সাঁকো। টয়োটা স্টেডিয়ামে আজ কনকাকাফ নেশনস লিগের প্লে অফ ফাইনালে মুখোমুখি হয় কোস্টারিকা-হন্ডুরাস। হন্ডুরাসকে ৩-১ গোলে হারায় কোস্টারিকা। একই মাঠে অপর ম্যাচে ত্রিনিদাদ এন্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা।
২১ জুন বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৪ কোপা আমেরিকা। মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে হবে ম্যাচটি। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে ব্রাজিল। ম্যাচটি হবে ২৪ জুন বাংলাদেশ সময় ভোরে।
২০২৪ কোপা আমেরিকার চূড়ান্ত গ্রুপ:
গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
৩৭ মিনিট আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
২ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে