চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল 'অল রেড'রা। লিভারপুলের জয়ে লক্ষ্যভেদ করেছেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। অন্য ম্যাচে সালজবুর্গের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ফেবারিট বায়ার্ন মিউনিখ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ইন্টারের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে যায় লিভারপুল। ইন্টারকে বেশ চাপে রাখেন সালাহ-মানে-জোতারা। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে যায় তাঁরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি কোনোভাবেই পাওয়া হচ্ছিল না। এরপর লিভারপুলের আক্রমণের মুখে প্রতি-আক্রমণের কৌশলে সুযোগ তৈরির চেষ্টা করে ইন্টারও। ম্যাচের প্রথম সহজ সুযোগটিও আসে তাদের সামনে। তবে ইন্টারের সেই প্রচেষ্টা প্রতিহত হয় বারে লেগে। খুব কাছে গিয়েও তাই হতাশ হতে হয় ইন্টারকে। প্রথমার্ধের বাকি সময় দাপট দেখিয়েও গোল আদায় করতে পারেনি লিভারপুল।
বিরতির পর লিভারপুলের চেয়ে ইন্টারের দাপটই ছিল বেশি। এ সময় বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু কাছাকাছি গিয়েও হতাশ হয়েছে স্বাগতিকদের। কিছুটা চাপে থাকা অবস্থাতেই কাঙ্ক্ষিত প্রথম গোলটি আদায় করে নেয় লিভারপুল। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা রবার্তো ফিরমিনো। এরপর ইন্টারকে চাপে রেখে দ্বিতীয় গোলও পেয়ে যায় লিভারপুল। এবার লিভারপুলকে গোল এনে দেন মোহামেদ সালাহ। এই ২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
সালজবুর্গের মাঠে শুরুতেই পিছিয়ে যায় বায়ার্ন, পরে ম্যাচের ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কিংসলে কোমান।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে শেষ আটের পথে অনেকটাই এগিয়ে গেল 'অল রেড'রা। লিভারপুলের জয়ে লক্ষ্যভেদ করেছেন রবার্তো ফিরমিনো ও মোহামেদ সালাহ। অন্য ম্যাচে সালজবুর্গের মাঠে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে ফেবারিট বায়ার্ন মিউনিখ। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।
ইন্টারের মাঠে এদিন শুরু থেকেই আক্রমণে যায় লিভারপুল। ইন্টারকে বেশ চাপে রাখেন সালাহ-মানে-জোতারা। একাধিকবার গোলের কাছাকাছিও পৌঁছে যায় তাঁরা। কিন্তু কাঙ্ক্ষিত গোলটি কোনোভাবেই পাওয়া হচ্ছিল না। এরপর লিভারপুলের আক্রমণের মুখে প্রতি-আক্রমণের কৌশলে সুযোগ তৈরির চেষ্টা করে ইন্টারও। ম্যাচের প্রথম সহজ সুযোগটিও আসে তাদের সামনে। তবে ইন্টারের সেই প্রচেষ্টা প্রতিহত হয় বারে লেগে। খুব কাছে গিয়েও তাই হতাশ হতে হয় ইন্টারকে। প্রথমার্ধের বাকি সময় দাপট দেখিয়েও গোল আদায় করতে পারেনি লিভারপুল।
বিরতির পর লিভারপুলের চেয়ে ইন্টারের দাপটই ছিল বেশি। এ সময় বেশ কিছু সুযোগও তৈরি করে তারা। কিন্তু কাছাকাছি গিয়েও হতাশ হয়েছে স্বাগতিকদের। কিছুটা চাপে থাকা অবস্থাতেই কাঙ্ক্ষিত প্রথম গোলটি আদায় করে নেয় লিভারপুল। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন বদলি হিসেবে নামা রবার্তো ফিরমিনো। এরপর ইন্টারকে চাপে রেখে দ্বিতীয় গোলও পেয়ে যায় লিভারপুল। এবার লিভারপুলকে গোল এনে দেন মোহামেদ সালাহ। এই ২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের দল।
সালজবুর্গের মাঠে শুরুতেই পিছিয়ে যায় বায়ার্ন, পরে ম্যাচের ৯০ মিনিটে জার্মান চ্যাম্পিয়নদের সমতায় ফেরান কিংসলে কোমান।
ওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২৮ মিনিট আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
১ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১৫ ঘণ্টা আগে