গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)।
আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা।
শুধু এটুকুই নয়, নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচে গ্যালারিতেই উপস্থিত থেকে সমর্থন দেন ব্রুনা। সান বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের উপস্থিতি তাঁদের প্রেমকেই উপস্থাপন করছে।
এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।
গুঞ্জনটা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল। ব্রাজিলিয়ান তরুণী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নাকি প্রেম করছেন নেইমার! আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সান স্পোর্টস বলছে, ব্রুনার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলেছেন নেইমার। দুজনের সাম্প্রতিক কর্মকাণ্ডও অবশ্য সানের এই খবরকে সমর্থন করে। সম্প্রতি একাধিক জায়গায় এই দুজনকে অন্তরঙ্গভাবে দেখা গেছে। মজার ব্যাপার হচ্ছে, নেইমারের পুরোনো প্রেমিকার নামও ছিল ব্রুনা (মার্কুয়েজিন)।
আগস্টে ইবিজায় নেইমার ছুটি কাটাতে গেলে সেখানে তাঁর সঙ্গে ব্রুনাকে দেখা গিয়েছিল। এরপর নেইমারের ব্রাজিলের বাড়িতে দুজন একসঙ্গে ক্রিসমাসও পালন করেন। এর মাঝে আনহেল দি মারিয়া, মার্কো ভেরাত্তি, লেয়ান্দ্রো পারেদেস ও লিওনেল মেসির স্ত্রীদের সঙ্গে ছবিও তুলেছেন ব্রুনা।
শুধু এটুকুই নয়, নঁতের বিপক্ষে পিএসজির ম্যাচে গ্যালারিতেই উপস্থিত থেকে সমর্থন দেন ব্রুনা। সান বলছে, আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের উপস্থিতি তাঁদের প্রেমকেই উপস্থাপন করছে।
এর আগেও ব্রুনা নামের নারীর সঙ্গে প্রেম করেন নেইমার। ২০১৮ সালে এই দুজনের বিচ্ছেদ হওয়ার আগে ছয় বছর প্রেম করেন তাঁরা। বর্তমানে চোটে পড়ে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে আছেন নেইমার।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
১০ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১২ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১২ ঘণ্টা আগে