Ajker Patrika

ফিগো-রোনালদোর ‘আবিষ্কারক’ অরেলিও আর নেই

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২৩: ২৮
অরেলিয়ের সঙ্গে রোনালদো। ছবি: ফেসবুক
অরেলিয়ের সঙ্গে রোনালদো। ছবি: ফেসবুক

ফুটবলের পাকা জহুরি অরেলিও পেরেইরা। ক্রিস্টিয়ানো রোনালদো-লুইস ফিগোর মতো কিংবদন্তিদের আবিষ্কারক তিনি। ৭৭ বছর বয়সে জীবনাবসান ঘটে গেল তাঁর। ১৯৮৮ সালে উঠতি খেলোয়াড়দের বের করে আনতে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপিতে একটি অনুশীলন বিভাগ চালু করেন তিনি।

৩০ বছরের বেশি সময় ধরে সেই বিভাগের দায়িত্ব সামলেছেন অরেলিও। তাঁর মৃত্যুতে ব্যথিত রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘প্রতিভা বাছাইয়ে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আইকন আমাদের ছেড়ে চলে গেছেন। তবে তাঁর কীর্তি বেঁচে থাকবে চিরকাল। আমার এবং আরও অনেক খেলোয়াড়ের জন্য তিনি যা করেছেন, এ নিয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সবকিছুর জন্য ধন্যবাদ অরেলিও। শান্তিতে থাকুন।’

রোনালদো-ফিগো ছাড়াও পাউলো ফুতরে, নানি, রিকার্দো কারেসমার মতো প্রতিভাদের খুঁজে আনেন অরেলিও। ২০১৬ ইউরোজয়ী পর্তুগাল দলের ১০ ফুটবলার উঠে আসেন তাঁর স্কাউটিংয়ের মাধ্যমে। তাই অরেলিওর মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘অরেলিও পেরেইরার মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ইতিহাসের বেশ কয়েকজন সেরা খেলোয়াড়কে তিনিই বের করে এনেছেন। ফুটবলে বিশাল অবদান রাখা ভালো মনের এই মানুষ সব সময় আমাদের প্রতিভাকে সুরক্ষিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত