নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শমিত শোমকে নিয়ে শঙ্কাটা ছিল শুরু থেকেই। ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে একদিনের অনুশীলনে শুরুর একাদশে সুযোগ পাবেন তো তিনি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। হংকংয়ের বিপক্ষে ম্যাচে কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে শুরুর একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সেই সঙ্গে জায়গা দেননি ইতালি প্রবাসী উইঙ্গার ফাহামিদুল ইসলাম।
এশিয়ান কাপ বাছাইয়ে আগের দুই ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াকে খেলাননি কোচ। এবারও না খেলার শঙ্কাই বেশি। কারণ শুরুর একাদশে জায়গা পাননি জামাল। চোটের কারণে খেলার সম্ভাবনা কম তপু বর্মণেরও। এই দুজন না থাকায় নেতৃত্বের ভার উঠেছে মিডফিল্ডার সোহেল রানার কাঁধে।
ফরমেশনেও বদল এনেছেন কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে ৪–২–৩–১ ছকে খেললেও এবার তিনি সাজিয়েছেন ৪–৪–২ ফরমেশন। গোলরক্ষক হিসেবে যথারীতি মিতুল মারমা। রক্ষণে তারিক কাজী, শাকিল আহাদ তপুসহ থাকছেন দুই ভাই সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।
মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণভাগে গোল করার দায়িত্বটা ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
হংকং একাদশ: ইয়াপ হুং ফাই, ওলিভার, বেঞ্জামিন গেরবিগ, লিওন জোনস, তান চুন লোক, সোয়ারেস জুনিয়র ওয়াল্তার, ম্যাট ওর, এভেরতন কামারগো, নিকোলাস মেদেইরেস, জেসে জয় ইয়িন, চান শিনিচি, ইউ জে নাম।
শমিত শোমকে নিয়ে শঙ্কাটা ছিল শুরু থেকেই। ২৭ ঘণ্টার ভ্রমণ শেষে একদিনের অনুশীলনে শুরুর একাদশে সুযোগ পাবেন তো তিনি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। হংকংয়ের বিপক্ষে ম্যাচে কানাডা প্রবাসী এই মিডফিল্ডারকে শুরুর একাদশে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সেই সঙ্গে জায়গা দেননি ইতালি প্রবাসী উইঙ্গার ফাহামিদুল ইসলাম।
এশিয়ান কাপ বাছাইয়ে আগের দুই ম্যাচে অধিনায়ক জামাল ভূঁইয়াকে খেলাননি কোচ। এবারও না খেলার শঙ্কাই বেশি। কারণ শুরুর একাদশে জায়গা পাননি জামাল। চোটের কারণে খেলার সম্ভাবনা কম তপু বর্মণেরও। এই দুজন না থাকায় নেতৃত্বের ভার উঠেছে মিডফিল্ডার সোহেল রানার কাঁধে।
ফরমেশনেও বদল এনেছেন কাবরেরা। সিঙ্গাপুর ম্যাচে ৪–২–৩–১ ছকে খেললেও এবার তিনি সাজিয়েছেন ৪–৪–২ ফরমেশন। গোলরক্ষক হিসেবে যথারীতি মিতুল মারমা। রক্ষণে তারিক কাজী, শাকিল আহাদ তপুসহ থাকছেন দুই ভাই সাদ উদ্দিন ও তাজ উদ্দিন।
মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র ও শেখ মোরসালিন। আক্রমণভাগে গোল করার দায়িত্বটা ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেনের।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, তারিক কাজী, শাকিল আহাদ তপু, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, হামজা চৌধুরী, সোহেল রানা (অধিনায়ক), সোহেল রানা জুনিয়র, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম ও রাকিব হোসেন।
হংকং একাদশ: ইয়াপ হুং ফাই, ওলিভার, বেঞ্জামিন গেরবিগ, লিওন জোনস, তান চুন লোক, সোয়ারেস জুনিয়র ওয়াল্তার, ম্যাট ওর, এভেরতন কামারগো, নিকোলাস মেদেইরেস, জেসে জয় ইয়িন, চান শিনিচি, ইউ জে নাম।
রিশাদ হোসেনের সাফল্যে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি খুশি কে হবেন, বলুন তো? মুশতাক আহমেদ। স্পিন পরামর্শক হিসেবে বাংলাদেশ দলের সব স্পিনারের সাফল্যই তাঁকে আনন্দিত করে। তবে খেলোয়াড়ি জীবনে নিজেই ছিলেন দুর্দান্ত এক লেগ স্পিনার। লেগিদের প্রতি তাঁর দুর্বলতা, ভালো লাগা থাকবেই। মিরপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৫ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। মিরপুরের উইকেটের চরিত্র নিয়ে এত দিন কাঠগড়ায় তোলা হতো কিউরেটর গামিনি ডি সিলভাকে। গামিনি এখন মিরপুরে না থাকলেও উইকেটের চরিত্র আছে আগের মতোই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে কালো মাটির ঘূর্ণি উইকেটে বিষাক্ত টার্ন পাচ্ছেন
৫ ঘণ্টা আগেব্যাট হাতে ১৩ বলের ২৬ রানের ঝোড়ো ক্যামিও, আর বল হাতে ক্যারিয়ারসেরা বোলিং—৬/৩৫; রিশাদ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৪ রানে জিতল বাংলাদেশ। গতকাল মিরপুরে প্রথমে ব্যাট করে ২০৭ রানে তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ১৩৩ রানে অলআউট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে
৭ ঘণ্টা আগেপ্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বরাবরই আতঙ্কের আরেক নাম আর্লিং হাল্যান্ড। চলতি মৌসুমেও নিজের আধিপত্য দেখাচ্ছেন এই স্ট্রাইকার। তাঁকে আটকানোর সব চেষ্টাতেই ব্যর্থ হয় প্রতিপক্ষের রক্ষণভাগ। এবার হাল্যান্ডকে আটকানোর উপায় বলে দিলেন খোদ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।
৯ ঘণ্টা আগে