Ajker Patrika

বার্সায় কে হতে পারেন জাভির উত্তরসূরি

বার্সায় কে হতে পারেন জাভির উত্তরসূরি

মৌসুম শেষে বার্সেলোনা ছাড়বেন জানিয়ে দিয়েছেন জাভি হার্নান্দেজ। আর এখন থেকে গুঞ্জন চলছে, ক্যাম্প ন্যুয়ে কে হবেন তাঁর উত্তরসূরি? সে তালিকায় শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম। 

জোর গুঞ্জনটা রাফা মার্কেসকে নিয়ে। জাভিরই সাবেক বার্সা সতীর্থ এখন দায়িত্বে আছেন বার্সেলোনার ‘বি’ দল বার্সা অ্যাথলেতিকসের। গতকাল স্পেনের তৃতীয় বিভাগের ফুটবল প্রিমেইরা ফেডারেশনে ফুয়েনলাব্রাদার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর জাভির উত্তরসূরি হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এটা তাদের (বার্সা কর্তৃপক্ষ) হাতে। তবে আপনি এমন সুযোগকে না বলতে পারবেন না...।’ 

২০০৩ থেকে ২০১০ পর্যন্ত বার্সলোনার জার্সিতে খেলেছেন মার্কেস। তবে এই মেক্সিকানের শীর্ষ লিগে ডাগআউটে দাঁড়ানোর অভিজ্ঞতা নেই। অবশ্য সাবেক এই সেন্টার ব্যাকের নিবিড় সম্পর্ক রয়েছে বার্সার স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে। এই দায়িত্বে যে মার্কেসেরই সাবেক ক্লাব সতীর্থ ডেকো! বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার সঙ্গেও ভালো সম্পর্ক রয়েছে মার্কেসের। 

তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে, বার্সার সম্ভাব্য কোচ হিসেবে লাপোর্তার রাডারে আছেন ক্যাম্প ন্যুর আরও বেশ কয়েকজন সাবেক তারকা। তার মধ্যে থিয়াগো মোত্তার নামই বেশি শোনা যাচ্ছে। কোচ পদের জন্য মার্কেসের বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন সাবেক এই মিডফিল্ডার। ডেকোর সঙ্গে চমৎকার সম্পর্ক মোত্তার। ২০২২ থেকে তিনি ইতালিয়ান ক্লাব বোলোনার ডাগআউটে। তার আগে ছিলেন জেনোয়া ও স্পেৎজিয়ায়। মোত্তা বার্সায় সতীর্থ হিসেবে পেয়েছিলেন জাভি, ডেকো ও মার্কেসকে। 

২০১৭ সাল থেকে পোর্তোর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সার্জিও কনসিকাও। তবে পর্তুগিজ ক্লাবটির সঙ্গে এ মৌসুম শেষে চুক্তি শেষ হচ্ছে তাঁর। লাপোর্তার নজরে আছেন তিনিও। ৪৯ বছর বয়সী এই পর্তুগিজ এর আগে নঁতে ও ব্রাগার দায়িত্ব সামলেছেন। ৬০ বছর বয়সী স্প্যানিশ কোচ মাইকেলও আছেন জাভির সম্ভাব্য উত্তরসূরির তালিকায়। বার্সা যে স্টাইলে ফুটবল খেলে তার সঙ্গে বেশ যায় মাইকেলের কৌশল। তবে যতোই হেতাফে, মার্শেই, সেভিয়ার মতো দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকুক না কেন, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডারকে ক্যাম্প ন্যুয়ে আনবেন কী লাপোর্তা?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত