দুই দলের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় আবাহনী-মোহামেডানের লড়াইটা ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। এ ক্ষেত্রে সহজ সমীকরণ ছিল আবাহনীর সামনে। ড্র করলেই ‘বি’ গ্রুপের সেরা হয়ে যেতে তারা।
অন্যদিকে গ্রুপ সেরা হওয়ার জন্য জিততেই হতো ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে। সেটা করেছেও তারা। আবাহনীকে ২-১ গোলে হারিয়েই গ্রুপসেরা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে মোহামেডানের জয়ের নায়ক এমানুয়েল সানডে। প্রথমে পিছিয়ে পড়া মোহামেডানকে নাইজেরিয়ান এই মিডফিল্ডার সমতায় ফিরিয়েছেন। জিতিয়েছেন তিন মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে।
ম্যাচের ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। অবশ্য এতে ‘অবদান’ আছে মোহামেডান ডিফেন্ডার হাসান মুরাদের! তার ভুলেই বল পেয়ে যান ওয়াশিংটন এবং নিয়ন্ত্রণ নিয়ে ক্রস করেন বক্সে। তা থেকে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর পালা মোহামেডানের। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটেই মোহামেডানকে সমতায় ফেরান এমানুয়েল সানডে। তাঁর এই গোলের উৎসে ছিলেন মোজাফ্ফরভ। এর ৩ মিনিট পরেই আবার গোল নাইজেরিয়ান সানডের। ডান প্রান্ত থেকে হাসান মুরাদের লম্বা থ্রো আবাহনীর গোলমুখে এসে পড়লে তা থেকে আইভরি কোস্টের ফরোয়ার্ড দোসো সিদিকের ব্যাক হেড। বাকি কাজটুকু করেছেন সানডে।
গত ফেডারেশন কাপের ফাইনালের পর এটাই ছিল আবাহনী-মোহামেডানের প্রথম লড়াই। সেই ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে গিয়েছিল মোহামেডান। জিতল এবারও। যে জয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো মোহামেডান। মোহামেডান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আবাহনী।
দুই দলের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় আবাহনী-মোহামেডানের লড়াইটা ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। এ ক্ষেত্রে সহজ সমীকরণ ছিল আবাহনীর সামনে। ড্র করলেই ‘বি’ গ্রুপের সেরা হয়ে যেতে তারা।
অন্যদিকে গ্রুপ সেরা হওয়ার জন্য জিততেই হতো ফেডারেশন কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানকে। সেটা করেছেও তারা। আবাহনীকে ২-১ গোলে হারিয়েই গ্রুপসেরা হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইয়ে মোহামেডানের জয়ের নায়ক এমানুয়েল সানডে। প্রথমে পিছিয়ে পড়া মোহামেডানকে নাইজেরিয়ান এই মিডফিল্ডার সমতায় ফিরিয়েছেন। জিতিয়েছেন তিন মিনিটের ব্যবধানে আরেকটি গোল করে।
ম্যাচের ৩৯ মিনিটে আবাহনীকে এগিয়ে দিয়েছিলেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। অবশ্য এতে ‘অবদান’ আছে মোহামেডান ডিফেন্ডার হাসান মুরাদের! তার ভুলেই বল পেয়ে যান ওয়াশিংটন এবং নিয়ন্ত্রণ নিয়ে ক্রস করেন বক্সে। তা থেকে গোল করেন কর্নেলিয়াস স্টুয়ার্ট। ১-০ গোলে পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে ঘুরে দাঁড়ানোর পালা মোহামেডানের। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটেই মোহামেডানকে সমতায় ফেরান এমানুয়েল সানডে। তাঁর এই গোলের উৎসে ছিলেন মোজাফ্ফরভ। এর ৩ মিনিট পরেই আবার গোল নাইজেরিয়ান সানডের। ডান প্রান্ত থেকে হাসান মুরাদের লম্বা থ্রো আবাহনীর গোলমুখে এসে পড়লে তা থেকে আইভরি কোস্টের ফরোয়ার্ড দোসো সিদিকের ব্যাক হেড। বাকি কাজটুকু করেছেন সানডে।
গত ফেডারেশন কাপের ফাইনালের পর এটাই ছিল আবাহনী-মোহামেডানের প্রথম লড়াই। সেই ফাইনালে নির্ধারিত সময়ে ম্যাচ ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে জিতে গিয়েছিল মোহামেডান। জিতল এবারও। যে জয়ে ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হলো মোহামেডান। মোহামেডান। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ আবাহনী।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বড় করে লেখা আউট। সংযুক্ত আরব আমিরাতের স্কোরকার্ডের পাশে লেখা ৯ উইকেট। কিন্তু পরক্ষণেই সবকিছু উল্টে গেল। কারণ, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। আকাশ চোপড়ার মতে প্রতিপক্ষ পাকিস্তান হলে ভারত এমনটা করতই না।
২১ মিনিট আগেগায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে রানের জন্য বেশ সংগ্রাম করছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। ১০০ রানের লক্ষ্য তাড়া করে অ্যান্টিগা জিতলেও তাদের খেলা শেষ করতে লেগেছে ২০ ওভার। তাতেই প্লে অফে উঠে গেছে সাকিব আল হাসানের অ্যান্টিগা।
১ ঘণ্টা আগেটানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ের তাজা আত্মবিশ্বাস নিয়ে কাল এশিয়া কাপ মিশনে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং। লক্ষ্য একটাই— ইতিহাস গড়া। তা সামনে রেখে বাংলাদেশ এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ ধরে।
১০ ঘণ্টা আগেবোলারদের দুর্দান্ত পারফরম্যান্স লক্ষ্যটা থেকেছে হাতের নাগালে। ভারত পাওয়ার প্লের মধ্যে নাকি আরও পরে ম্যাচ শেষ করতে পারে সেটাই যেন দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত ৫৮ রানের লক্ষ্য পাড়ি দিতে মাত্র ২৭ বল খেলতে হয়েছে তাদের। রান তাড়ায় নেমে এত কম বলে কখনো ম্যাচ শেষ করতে পারেনি ভারত।
১২ ঘণ্টা আগে