Ajker Patrika

ভারী মাঠে ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ, বন্ধ খেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৬: ২১
ভুটানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ। ছবি: বাফুফে
ভুটানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে বাংলাদেশ। ছবি: বাফুফে

সকাল থেকে মুষলধারে বৃষ্টি। মাঠের অবস্থা দেখেই বাংলাদেশ কোচ পিটার বাটলার বুঝে যান, তা খেলার অযোগ্য। খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি সবার আগে ভাবনায় এল তাঁর। তবু মাঠে নামতে হলো দুই দলকে। প্রথমার্ধ শেষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথমার্ধে গোল করাটা যেন নিয়ম বানিয়ে ফেলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ৪৫ মিনিটে আসে তিন গোল। নেপালের বিপক্ষে করে দুই গোল। কিন্তু ভুটানের বিপক্ষে আজ আসেনি এক গোলের বেশি। এর দায় অবশ্য ভারী মাঠের। ম্যাচের বেশির ভাগ সময় বল নিজেদের দখলে রাখলেও বল টানতে হিমশিম খেতে হয়। পানিতে বল আটকে যাচ্ছিল বারবার।

এদিন শুরুর একাদশে ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তৃষ্ণা রানি সরকার। সপ্তম মিনিটে তাঁর শট ভুটান গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি মার্দি। সেই এক গোল নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ-ভুটান কোনো দলই মাঠে নামেনি। ম্যাচ কর্মকর্তারা ৪৫ মিনিট পর্যন্ত মাঠ পর্যবেক্ষণ করবেন। মাঠের উন্নতি হলে দ্বিতীয়ার্ধের খেলা পুনরায় শুরু হবে আবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত