ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল অ্যানফিল্ডে লিভারপুলের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি লুইস দিয়াজের সহজ দুটি সুযোগ মিস করায়। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।
তবে দিয়াজের মিসের পরও ১-১ গোলের ড্রয়ের ম্যাচে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইয়ুর্গেন ক্লপের। অল রেডদের কোচের দাবি, লিভারপুলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভিএআর অফিশিয়ালরা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্লপ বলেছেন, ‘এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে নেবে। মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও। কেউ একজন আমাকে পরে বোঝাবেন, কীভাবে ওটা পেনাল্টি হয়নি? অথবা আগামীকাল হাওয়ার্ড (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব) আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। সম্ভবত এই দুটির কোনো একটি হওয়ার কথা। কিন্তু তাতে ম্যাচের ফল বদলে যাবে না।’
লিভারপুলের পেনাল্টি না পাওয়ার ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ে ঘটে। ৯৯ তম মিনিটের সময় ম্যানসিটির বক্সে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বুকে বুক দিয়ে আঘাত করেন সিটির ফরোয়ার্ড জেরেমি ডকু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এমন ঘটনার সিদ্ধান্ত সাধারণত ভিএআরেই হয়। কিন্তু ভিএআর কক্ষে থাকা অ্যাটওয়েল ও তাঁর সহকারী নিক হপটন মাঠের রেফারি মাইকেল অলিভারকে রিভিউ করতে বলেননি।
সিটি-লিভারপুলের ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সিটি কিংবা লিভারপুল জিতলে তাদের চূড়ায় থাকা হতো না। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ক্লপের দলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলরেডরা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতকাল অ্যানফিল্ডে লিভারপুলের জয়টা প্রাপ্য ছিল। কিন্তু সেটা হয়নি লুইস দিয়াজের সহজ দুটি সুযোগ মিস করায়। তাই ম্যাচ শেষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয়েছে লিভারপুলকে।
তবে দিয়াজের মিসের পরও ১-১ গোলের ড্রয়ের ম্যাচে জয়ের সুযোগ ছিল লিভারপুলের। তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি বলে অভিযোগ ইয়ুর্গেন ক্লপের। অল রেডদের কোচের দাবি, লিভারপুলকে নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন ভিএআর অফিশিয়ালরা।
ম্যাচ শেষে ক্ষুব্ধ ক্লপ বলেছেন, ‘এটা শতভাগ পেনাল্টি ছিল। তারা এখন একটা ব্যাখ্যা খুঁজে নেবে। মাঠের যেকোনো প্রান্তেই এটা শতভাগ ফাউল ছিল এবং সম্ভবত হলুদ কার্ডও। কেউ একজন আমাকে পরে বোঝাবেন, কীভাবে ওটা পেনাল্টি হয়নি? অথবা আগামীকাল হাওয়ার্ড (প্রফেশনাল গেম ম্যাচ অফিশিয়ালস লিমিটেডের প্রধান হাওয়ার্ড ওয়েব) আমাকে ফোন করে বলবে, সে দুঃখিত। সম্ভবত এই দুটির কোনো একটি হওয়ার কথা। কিন্তু তাতে ম্যাচের ফল বদলে যাবে না।’
লিভারপুলের পেনাল্টি না পাওয়ার ঘটনাটি ম্যাচের যোগ করা সময়ে ঘটে। ৯৯ তম মিনিটের সময় ম্যানসিটির বক্সে অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের বুকে বুক দিয়ে আঘাত করেন সিটির ফরোয়ার্ড জেরেমি ডকু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার। এমন ঘটনার সিদ্ধান্ত সাধারণত ভিএআরেই হয়। কিন্তু ভিএআর কক্ষে থাকা অ্যাটওয়েল ও তাঁর সহকারী নিক হপটন মাঠের রেফারি মাইকেল অলিভারকে রিভিউ করতে বলেননি।
সিটি-লিভারপুলের ড্রয়ে লাভ হয়েছে আর্সেনালের। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। সিটি কিংবা লিভারপুল জিতলে তাদের চূড়ায় থাকা হতো না। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট ক্লপের দলেরও। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দুইয়ে অলরেডরা। অন্যদিকে ৬৩ পয়েন্ট নিয়ে তিনে সিটি।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে